স্টাফ রিপোর্টার, রাজশাহী: ¢
রাজশাহী জেলার বাগমারা ও দুর্গাপুর থানার সীমান্তবর্তী মোহনগঞ্জ বাজারের পুরান তাহেরপুর সুইচগেট মোড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার সকাল ১১টার দিকে আবারও ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয় দুইজন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এ মোড়ে নিয়মিত দুর্ঘটনা ঘটলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—রাস্তার দুই পাশে অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও কাঠামো রাস্তার এক বড় অংশ দখল করে রেখেছে। ফলে যানবাহন চলাচলে তৈরি হচ্ছে মারাত্মক সংকট। সরু হয়ে আসা রাস্তায় একসঙ্গে দুটি গাড়ি চলাচল করতে না পারায় প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন,
“অনেকবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থা হয়নি। দোকানদারেরা রাস্তার উপর জিনিসপত্র রেখে ব্যবসা করছেন, এতে পথচারী ও চালকেরা ঝুঁকির মধ্যে পড়ছেন।”
এলাকার সচেতন মহলের দাবি—খুব দ্রুত তদন্ত করে রাস্তার দুই পাশে থাকা অবৈধ স্থাপনা অপসারণ ও ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ প্রসঙ্গে স্থানীয় একজন পরিবহনচালক বলেন,
“মোহনগঞ্জ মোড়টি গুরুত্বপূর্ণ তিন রাস্তার সংযোগস্থল। এখানে সড়ক প্রশস্ত করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে। না হলে প্রতিদিনই এরকম ঘটনা ঘটতেই থাকবে।”
এদিকে এলাকাবাসী উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
তারা বলেন—অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নয়তো প্রতিদিনই মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে।
Leave a Reply