রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
রৌমারীতে লকডাউনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—
১. রৌমারী উপজেলা সদর ইউনিয়নের ঠনঠনিয়া পাড়া (চাক্তাবাড়ী) গ্রামের মৃ. ইমান আলীর ছেলে মোহাম্মদ আলী জিন্নাহ সিজন (৪০)। তিনি রৌমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৪নং রৌমারী ইউনিয়ন যুব লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
২. চর শৌলমারী ইউনিয়নের মৃ. মেন্নাছ আলীর ছেলে মো. রেজাউল করিম (৪২), যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত।
৩. রৌমারী গ্রামের ইকবাল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন খান (২৭)। তিনি বাংলাদেশ ছাত্রলীগ রৌমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, সরকারি নির্দেশ অমান্য করে লকডাউনবিরোধী কার্যক্রমে উসকানি ও বিশৃঙ্খলার অভিযোগে তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে রৌমারী থানার ওসি জনাব সেলিম মালিক অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
Leave a Reply