তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে একটি ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে হতদরিদ্র নারীদের বরাদ্দ পাওয়া ভিডব্লিউবি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই সদস্য হলেন বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু মিয়া।
এ বিষয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন উপকারভোগী দুই নারী। তারা হলনে, বড়দল উত্তর ইউনিয়নের পুরানখালাস গ্রামের বাসিন্দা কমলা বেগম ও রেহেনা বেগম।
অভিযোগে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে সরকারিভাবে তাঁদের নামে বরাদ্দ পাওয়া মার্চ ও এপ্রিল মাসের চাল ইউপি সদস্য আবু মিয়া কার্ডদ্বয় নিজের কাছে রেখে গোপনে উত্তোলন করে নিজ ঘরে রেখে দেন। দীর্ঘদিন ধরে বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি দুই নারী তাঁদের কার্ড ফেরত পাওয়ার পর চাল উত্তোলনের বিষয়টি জানতে পারেন।
ভুক্তভোগী কমলা বেগম বলেন, ‘আমার কার্ডটি আবু মিয়া মেম্বারের কাছে ছিল। কার্ড হাতে পেয়ে দেখি মার্চ-এপ্রিল মাসের চাল উঠানো হয়ে গেছে। জানতে চাইলে তিনি আমাকে ঘোরানো কথা বলেন। পরে ফোন করলে গালিগালাজ করে হুমকি দেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আবু মিয়া প্রথমে স্বীকার করেন যে কার্ড দুটি তাঁর কাছে ছিল। তবে তিনি দাবি করেন, চাল উত্তোলনের অভিযোগ সত্য নয়, বরং দুই নারী টিপসই দিয়ে নিজেরাই চাল নিয়েছেন।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলম মিয়া বলেন, ‘দুই নারী আমাদের অফিসে এসে অভিযোগ করেছেন, আবু মেম্বার তাঁদের চাল নিজে তুলে নিয়ে কেবল কার্ড ফেরত দিয়েছেন।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply