আব্দুল্লাহ আল মোমিন
তিন মামলায় জামিন নিয়ে বের হওয়ার সাথে সাথে জেল গেট থেকে আবার এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক মোবারক বিশ্বাসকে সম্পুর্ণ অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। সন্দেহ মুলুকভাবে গ্রেফতার করে তাকে পরে মামলায় জড়িত করা হয়েছে। এভাবে পুলিশ তাকে তিনটি মামলায় জড়িত করেছে। অপর একটি মামলার যিনি বাদী তাকে মোবারক বিশ্বাস চেনেন না। এই মামলাটিও মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য মুলক। মোবারকের শত্রু পক্ষ তাকে ঘায়েল করার উদ্দেশ্যে মামলাটি দায়ের করেছে।
আদালত তিনটি মামলায় জামিন দেয়ার পর জেল গেট থেকে বের হওয়ার সাথে সাথে পুনরায় এটিএন বাংলার মতো একটি টেলিভিশন মিডিয়ার পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেফতার করে পাবনা ডিবি পুলিশ।
বিনাদোষে এবং অন্যায়ভাবে গ্রেফতার এবং মামলায় জড়িয়ে জেল হাজতে আটক রেখে একজন মানুষের জীবনকে বিপন্ন করা কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কাজ নয়। অথচ পাবনার পুলিশ প্রশাসন সেই কাজটি করেছেন বিনা দ্বিধায়। পুলিশের ভূমিকা দেখে মনে হয় তারা আক্রোশমুলক ভাবে অথবা মোবারক বিশ্বাসের শত্রু পক্ষকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছেন। যা গোটা পুলিশ প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করেছে।
একজন পুলিশ সুপার একটি জেলার আইন শৃংখলা নিয়ন্ত্রণে মুখ্য ভুমিকা পালন করেন। তার দক্ষতা,অভিজ্ঞতা,বিচক্ষনতা, ন্যায়পরায়ন দায়িত্বশীলতার উপর জেলার শান্তি-শৃংখলা নির্ভর করে। হঠকারি সিদ্ধান্ত নেয়ার কোনরকম সুযোগ তার নেই। এমন একজন দায়িত্বশীল মানুষের কাছে সাংবাদিক মোবারক বিশ্বাসের বিষয়ে নেয়া সিদ্ধান্ত ও মানসিকতা দেখে পাবনাবাসী তথা সারাদেশের মানুষ হতভম্ব। পুলিশের কাছে এধরনের আচরণ ও কার্যকলাপ কেউ আশা করেনা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখা এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসের সাথে পুলিশের এধরনের আচরণের তীব্র নিন্দা জানায়। সেই সাথে মোবারক বিশ্বাসের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলা প্রত্যাহার ও তার নি:শর্ত মুক্তির দাবী জানান।
Leave a Reply