তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বন্ধ হচ্ছে না সরকারি বালু-পাথর লুট। লুটেরাদল সিন্ডিকেট করে বালুপাথর লুটপাট অব্যাহত রেখেছে। অজ্ঞাত কারণে ব্যবস্থা নিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাফলং নদীর পাড়ে জমিদার মসজিদ এর নিচ থেকে একদল লুটেরা বালু-পাথর লুট করছে।
গোয়াইনঘাট থানা পুলিশের জাফলং বিটে কর্মরত এএসআই রেজওয়ানকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে অবৈধভাবে রাতের আঁধারে বালু পাথর হরি লুট করা হচ্ছে ।
আর এহেন লুটপাটের সাথে জড়িত রয়েছেন স্থানীয় যুব দল নেতা হেলোয়ার, যুব দল নেতা মাহমুদ, যুব দল নেতা ইউসুফ। তারা পাথর বালুভর্তি প্রতি ১০ চাকার গাড়ি থেকে ১ হাজার টাকা, ৬ চাকার গাড়ি থেকে ৫০০ টাকা, মাহিন্দ্রা ট্রাকটার থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করছেন এবং জাফলং চা বাগান এলাকায় প্রতি বারকি নৌকা থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করছে।
স্থানীয় সূত্রমতে- পুলিশের এএসআই রেজওয়ান দীর্ঘদিন থেকে এই বিটে কর্মরত থাকায় স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীদের সাথে তার একান্ত
সখ্যতা গড়ে উঠেছে।
এ কারণে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে তিনি ভারতীয় পণ্যের চোরাচালান সহ সকল ধরনের অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন জাফলং এর প্রতিটি এলাকায় ।
তবে অবৈধ এসব কার্যকলাপের টাকার ভাগ পৌঁছে যায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পকেটে। ফলে সবাই নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগে প্রকাশ।
Leave a Reply