মুহাম্মদ নুরুল আমিন লোহাগাডা চট্টগ্রাম
দক্ষিণ চট্টগ্রাম লোহাগাড়া আধুনগরে শাহ আলম নামের এক ব্যবসায়ীকে দাঁরালো অস্ত্র দিয়ে খুন করে লাভলু নামের এক ব্যক্তি।
ঘটনা স্থল পরিদর্শন করে জানা যায় খুন হওয়া
শাহ আলম বাড়ি থেকে দোকান যাচ্ছিলেন যাওয়ার পথে খুনি লাভলু
কোদাল দিয়ে বাড়ির আঙ্গিনায় বালুর কাজ করেছিলেন তবে দেখা যায় অনেক বালুর বস্তা
চলাচলের রাস্তায় ফেলে রাখে। শাহ আলম
বালুর বস্তাগুলি একটু সাইডে করে রাখতে বলায় লাভলুর হাতে থাকা ধারালো কোদাল দিয়ে শাহ আলমের মাথায় উপর্যপুরি আঘাত করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন সাথে সাথে লোহাগাড়া থানা কে অবগত করলে থানার
অফিসার ইনচার্জ দ্রুত পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠায় পুলিশ এবং স্থানীয় লোকজন
মিলে শাহ আলম কে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্মরত চিকিৎসক ও
তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী শাহ আলমের লাশ লোহাগাড়া থানায় নিয়ে এসে
সূরাতহাল শেষ করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
এদিকে খুনি লাভলু কে ১নং আসামি করে একটি খুনের মামলা রজু করেন লোহাগাডা
থানার পুলিশ।
ঘটনাটি ঘটে ১২/০৯/২০২৫ তারিখ রোজ শুক্রবার সকাল ১১ টায় খুন হওয়া ব্যক্তি
আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দ
হাজী আশরাফ আলীর ছেলে মোঃ শাহ আলম
সেই একজন আধুনগর বাজারের ল্যাপ তোষক
দোকানের মালিক। খুনি লাভলু একই এলাকার
খুন হওয়া শাহ আলমের আপন চাচাতো ভাই
বলে জানতে পারা যায়। এই মুহূর্তে অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।এই মুহূর্তে খুনি লাভলু পলাতক অবস্থায় আছেন ।তবে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছেন পুলিশের ধারণা খুনি লাভলু তাদের হাত থেকে লুকিয়ে থাকা সম্ভব হবে না নিশ্চয়ই তাকে আইনের আওতায় আসতে হবে
এবং খুন হওয়া পরিবারের একটাই দাবি খুনি লাভলুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়।
Leave a Reply