বিজ্ঞপ্তি: সিলেট মহানগরীর শাহপরান (রঃ) থানাধীন এলাকায় এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন তার মা।
জিডি সুত্রে, নিখোঁজ জান্নাতুল ফেরদৌস (৪৫) শাহপরান (রঃ) থানাধীন তালেপাড়া গ্রামের মৃত: হাবিবুর রহমানের মেয়ে।
তিনি গত (১৭ জুন ২০২৫ইং) তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে কাউকে কিছু না জানিয়ে নিজ বসতবাড়ি থেকে বের হলেও প্রায় আড়াই মাস যাবত তার আর কোনো সন্ধান মিলছে না বলে জানিয়েছেন তার মা।
এদিকে, সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্যসকল স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে নিখোঁজের বিষয়ে ২৭ জুলাই ২০২৫ তারিখে শাহপরান (রঃ) থানায় লিখিত সাধারণ ডায়েরি করেন তার মা আফতারুন নেছা। যাহার থানার জিডি নং- ১৩৫২, তাং- ২৭/০৭/২০২৫ ইং।
নিখোঁজ জান্নাতুল ফেরদৌসের শারীরিক বর্ণনায় উল্লেখ করা হয়েছে—তিনি হালকা-পাতলা গড়নের, গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তিনি কালো রঙের বোরকা ও লাল ওড়না পরিহিত ছিলেন। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। নিখোঁজ হওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল নম্বর ছিল ০১৩২৮৪৭৩৯৯৪।
এ বিষয়ে শাহপরান (রঃ) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
নিখোঁজ জান্নাতুল ফেরদৌসের বিষয়ে কেউ কোনো তথ্য পেয়ে থাকলে বা তাকে কোথায় পাওয়া গেলে তার মা আফতারুন নেছার ব্যবহৃত মোবাইল নং- ০১৩৪১-৯৫৮৫৪৫ এবং শাহপরান (রঃ) থানা বা নিকটস্থ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply