মোঃ আজাদ হোসেন নিপুঃ
৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার রশীদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের উপস্থিতিতে সবার প্রিয় সহকারী শিক্ষক জনাব লুৎফর রহমান স্যারের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনাব লুৎফর রহমান ১৯৮৮ সালে ৪ ই এপ্রিলে রশীদপুর উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। প্রায় ৩৭ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে শিক্ষকতার মহান দায়িত্ব পালন করে তিনি অবসর গ্রহণ করলেন। তিনি জীব বিজ্ঞান বিষয়ে দক্ষতা ও সৃজনশীলতার সঙ্গে পাঠদান করতেন এবং সাথে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গনিত ও উচ্চতর গনিত পড়াতেন। তাঁর শিক্ষাদান কৌশল, কোমল ব্যবহার ও ছাত্রদের প্রতি ভালোবাসা তাঁকে সকলের প্রিয় করে তুলেছিল।
তিনি শুধু শিক্ষকই ছিলেন না, বরং বিদ্যালয়ের উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদ্যালয়ের পাঠাগার উন্নয়ন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্যসভা ও জাতীয় দিবস উদযাপন—সব কিছুতেই ছিল তাঁর সরব উপস্থিতি এবং বিশেষ অবদান।
আজকের এই দিনে আমরা একদিকে যেমন গর্ববোধ করছি, তেমনি দুঃখও অনুভব করছি। একজন অভিভাবকতুল্য, দায়িত্ববান ও নিরহংকারী শিক্ষককে বিদায় জানাতে হচ্ছে বলে।
বিদ্যালয় কর্তৃপক্ষ, সহকর্মী, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দের পক্ষ থেকে সকলেই জনাব লুৎফর রহমান স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।
সকলেই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর জীবনের সাফল্য কামনা করেন। সকলেই একবাক্যে বলেন “স্যার, আপনি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
বিদায়ী অনুষ্ঠানটি স্কুল ভিত্তিক আয়োজন করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ জিল্লুর রহমান। সার্বিক সহযোগিতায় থাকেন শিক্ষক -কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ সকলেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব্য স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও অত্র স্কুলের সাবেক ছাত্র জনাব এডভোকেট মোঃ জামিল হাসান তাপস। ম্যানেজিং কমিটির সদস্য ও সকল ছাত্র-ছাত্রী উপস্থিতি আনন্দ মূখর পরিবেশ সৃষ্টি হয়েছে ছিলো।
বিদায়ী শিক্ষক জনাব মোঃ লুৎফর রহমান স্যারের বিদায়ের সময়ে স্কুলের পক্ষ থেকে বিভিন্ন উপহার এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও উপহার দিয়ে গাড়িবহরে ফুল দিয়ে সাজিয়ে শিক্ষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এ বিদায়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর গল্পের সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছে….
Leave a Reply