আব্দুল্লাহ আল মোমিন
২৪ এর জুলাই আন্দোলনে ছাত্র হত্যার সাথে জড়িত চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দ্রুততম সময়ে দৃশ্যমান বিচারের দাবিতে পাবনায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে জেলার আব্দুল হামিদ রোডের শহীদ জাহিদ নিলয় চত্ত্বরে জুলাই আন্দোলন ছাত্রজনতার আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, পাবনার জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা এসএম হাবিবুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ, মামুন আল হাসান, আসিফ আহমেদ, এসএম কিবরিয়া, সাদিয়া কুদ্দুস, আব্দুল্লাহ করিম তন্ময়, আতোয়ার রহমান প্রমুখ।
এসময় বরকতউল্লাহ ফাহাদ বলেন, একবছর পেরিয়ে গেলেও সদর থানা নিজেদের অভিযানে একজন আমামীও গ্রেফতার করেনি। কোন অস্ত্রও উদ্ধার করেনি ফলে আন্দোলনকারীরা আতঙ্কে আছেন। অবিলম্বে আসামীদের গ্রেফতার না করলে আন্দোলনকারীরা আবারো রাজপথে নামবে বলে হুশিয়ারি দেন।
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনের সময় নির্মমভাবে আমাদের ভাই শহীদ জাহিদ ও নিলয় হত্যার সাথে জড়িত চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা অভিযোগ করেন, প্রশাসনের অবহেলা এবং সন্ত্রাসীদের দাপটের কারণে আন্দোলনের ছাত্ররা ন্যায়বিচার থেকে এখনো বঞ্চিত।
বক্তারা আরও বলেন, ছাত্র হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকারীরা যত ক্ষমতাধরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় পাবনার তরুণ সমাজ ক্ষুব্ধ হয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
বক্তারা তাদের বক্তব্যে এসপি ও সদর থানার ওসির গাফিলতির কারণে আসামীরা গ্রেফতার না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। শিক্ষার্থীরা দাবী করেন, প্রয়োজনে হত্যা মামলাটি সদর থানা থেকে সরিয়ে অন্য কোন গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করার জন্য।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
Leave a Reply