আসাদুজ্জামান, প্রতিনিধি কুড়িগ্রাম :
গত বছরের তুলনায় ইলিশের কম ধরা পরায় বাজারে ইলিশের দাম বেশি বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, গত মৌসুমের তুলনায় জুলাই মাসে ৩৭% কম ইলিশ ধরা পড়েছে আর আগষ্ট মাসে কম ধরা পরেছে ৪৭% ইলিশ। যার কারনে বাজারে ইলিশের দাম বেশি। আমরা দামটা কমাতে পারিনি।
আজ ১৫ সেপ্টেম্বর কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, অন্তবর্তীকালীন সরকার জনকল্যাণের জন্য নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে আমরা সরকারিভাবে মাছ বিক্রির উদ্যোগ নিয়েছি। পাশাপাশি প্রবাসী যারা রয়েছেন তাদের কাছেও মাছ রপ্তানির জন্য সরকার উদ্যোগ নিচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে মাছ আমরা দীর্ঘদিন ধরে করে আসছে। যেহেতু সেখানে একটা ধর্মীয় উৎসবের ব্যাপার আছে তাই কোনো চাপ নয় অনুরোধে আমরা ইলিশ পাঠাচ্ছি। তিনি আরো বলেন, ‘ গত বছর তুলনায় এবার ইলিশ রপ্তানি কমেছে। গত বছর আমরা রপ্তানি করেছি ৩ হাজার টন ইলিশ। আর এ বছর রপ্তানি করার অনুমোদন দেয়া হয়েছে ১ হাজার ২০০ টন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ কৃষিতে যেমন প্রণোদনা আছে, মৎসে তেমন প্রণোদনা নেই বললেই চলে তবে আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
Leave a Reply