মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক করা হয়েছে পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিক আহমদকে! রবিবার দিবাগত রাতে পরিচালিত এই বিশেষ অভিযানে ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের মতে রফিক আহমদ দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় নানা অপকর্মে জড়িত ছিলেন। নানা অভিযোগের পরেও এতদিন প্রশাসনিক কোনো পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষ ছিল হতাশ। তবে এই গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।
ঈদগাঁও থানা পুলিশ জানায়, অভিযানে আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই অভিযানে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ সংশ্লিষ্ট টিমের ভূয়সী প্রশংসা করছেন সচেতন নাগরিক সমাজ। তারা মনে করছেন, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে অপরাধীরা বুঝতে পারবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
Leave a Reply