মোঃ আব্দুল আজিজ ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা এক সময়ের রাজপথ কাপানো মেধাবী সাবেক ছাত্রনেতা ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৫, কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী গণ সংযোগ চালাচ্ছেন।
কুড়িগ্রামের কৃতি সন্তান ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ ১৯৮২ইং সালের ২০ নভেম্বর শহরের মোল্লা পাড়া এলাকায় বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাকের পরিবারে তার স্ত্রী মোছাঃ মোর্শেদা বেগমের গর্ভে জন্মগ্রহণ করেন। ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ তার পরিবারে ৩ ভাই বোনের মধ্যে জ্যেষ্ঠ সন্তান। ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ এর ছোট বোন ডাঃ নুসরাত নূরেন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন নিয়মিত চিকিৎসক হিসেবে কর্মরত আছেন এবং তার ছোট ভাই প্রকৌশলী আশিকুর রহমান আকাশ বর্তমানে নাগেশ্বরী উপজেলা এলজিইডিতে কর্মরত আছেন। ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ তার প্রাইমারী শিক্ষা জীবন কেটেছে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে। তিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৯ সালে এসএসসি পাশ করেন। তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ হতে ২০০১ সালে এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পাশ করেন। পরবর্তীতে তিনি রংপুর ডেন্টাল কলেজ হতে ২০০৭ সালে বিডিএস ডিগ্রী অর্জন করেন। ২০০১ সালে এইচএসসি পড়াশুনাকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর শহর শাখার একজন সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি ২০০৮ সালে ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়নকালীন সময়েও ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত থাকেন। পড়াশুনা শেষ করে ২০০৯ সালে কুড়িগ্রামে এসে কর্মজীবনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকেন এবং ২০১১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে মনোনীত হন। তিনি ২০১৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা কমিটির স্বাস্থ্য ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হলে পরবর্তীতে একই পদে থেকে ২০২৪ সালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে মনোনীত হন। ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ ২০১৯ সালে ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার কোষাধ্যক্ষ পদে মনোনীত হন এবং ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক পদে মনোনীত হন। সাধারণ মানুষের ভালোবাসা ও তাদের দাবির প্রেক্ষিতে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা নিয়ে গঠিত ২৫ কুড়িগ্রাম-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার নির্বাচনী এলাকায় দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী সাধারণ জনগণের মাঝে তুলে ধরছেন। তিনি প্রতিদিন নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা এলাকার কোন না কোন দুর্গম এলাকায় বিএনপির পক্ষে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন। ছাত্রদল থেকে উঠে আসা একসময়ের রাজপথ কাপানো সাবেক তুখর ছাত্র নেতা ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ তার নির্বাচনী এলাকায় নির্বাচনী গণসংযোগ চালাতে গিয়ে সাধারণ ভোটারদের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসা পাচ্ছেন। এ ব্যাপারে কুড়িগ্রাম-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ জানায়, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির আগামী দিনের ৩১ দফা কর্মসূচীর সাধারণ মানুষের সামনে তুলে ধরতে গিয়ে তাদের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসা পাচ্ছেন। সাধারণ ভোটারদের কথা আপনি ধানের শীষ প্রতীক নিয়ে আসেন আমরা আপনাকে ইনশাআল্লাহ ভোট দিয়ে বিজয়ী করবো।
Leave a Reply