স্টাফ রিপোর্টার: আল্লামা সাঈদীর সুযোগ্য সন্তান শামীম সাঈদী বলেছেন, কুরআনের অনুসরণ ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। এই কুরআন সমগ্র জাতির জন্য একটি আলোকবর্তিকা। মহাগ্রন্থ কুরআনে নির্দেশিত ইসলামী বিধি বিধান মেনে চলার মাধ্যমে ইহ ও পরকালীন মুক্তির পথ প্রশস্ত হয়। তাই বেশী বেশী করে কুরআন অধ্যয়ন ও ইসলামি সাহিত্য অনুশীলনে সমগ্র মুসলিম জাতিকে মনোযোগী হতে হবে।
তিনি বলেন, বিগত জালিম সরকার এদেশের মানুষকে তাদের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিলো। কিন্তু এদেশের এদেশের ইসলাম প্রিয় ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে উৎখাত করেছে। তিনি বলেন, বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, এটা কোন নাস্তিকদের দেশ নয়। সিলেট শাহজালাল, শাহ মাখদুমের দেশ। সিলেট আল্লামা সাঈদীর দেশ।
এ সিলেটের মানুষ আল্লামী সাঈদীকে প্রানের চেয়ে বেশি ভালবাসতো। তিনি দেশের প্রতিটি জনপদে, গোটা দেশে, দেশ ছেড়ে গোটি বিশ্বে এই কুরআনের দাওয়াত দিয়েছেন। বিশ্বের ৫০টি থেকে বেশি রাষ্ট্রে এবং বাংলাদেশে ৫০টি বৎসর কুরআনের দাওয়াত দিয়েছেন। তাঁর কথা, তাঁর তাফসির ও তাঁর কন্ঠ শুনে হাজারের উপরে মানুষ হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লামা সাঈদীর কুরআনের দাওয়াত দেবার অপরাধে বাম রাম লোকেরা সহ্য করতে না পেরে তাকে জেলের মধ্যে বন্দি করে রাখে।
তিনি বিগত সরকারের সকল জুলুম নির্যাতন ও দেশ বিরোধী অপকর্মের শাস্তির দাবী জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ। তিনি সুন্দর সমাজ ও জাতি গঠনের স্বার্থে পরাজিত সরকারের সকল দেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সমগ্র মুসলিম জাতিকে ঐক্যবদ্ব থাকার আহবান জানান।
তিনি রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন টেংরা তাফসিরুল কুরআন পরিষদ কর্তৃক টেংরা শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে আয়োজিত ২১তম তাফসির মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তাফসিরুল কুরআন পরিষদের সভাপতি আল জাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ খাঁন, মুহিন খাঁন, আশফাকুর রহমান ও ফেরদৌস আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডাঃ হুমায়ূন কবির। মাহফিলে তাফসির পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সিফাত হাসান, টেংরা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোবাশ্বির আহমদ বেলালী, হাফেজ সৈয়দ মুন্না।
তাফসির মাহফিলে বেলা ১টা থেকে মাগরিব পর্যন্ত কেরাত, গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ ও বক্তব্য রাখেন, সিলেট ২নং সংসদীয় আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
টেংরা তাফসিরুল কুরআন পরিষদ আয়োজিত তাফসির মাহফিলে সাঈদী পুত্রের আগমনকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন এলাকা থেকে দলে দলে ইসলাম প্রিয় তাওহীদি জনতা মাহফিলে এসে জড়ো হয়।
Leave a Reply