খেলাধুলা শিশুর সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: ড. মো. সাজেদুল করিম | তদন্ত রিপোর্ট

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

খেলাধুলা শিশুর সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: ড. মো. সাজেদুল করিম

খেলাধুলা শিশুর সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: ড. মো. সাজেদুল করিম

ড. মো. সাজেদুল করিম

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেছেন, খেলাধুলা ও শারীরিক শিক্ষা এমন একটি মাধ্যম, যার মাধ্যমে শারীরিক ও মানসিক পরিপূর্ণতা, সুস্থতা ও বিকাশ সাধন সম্ভব। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় খেলার মাঠ ধীরে ধীরে কমে যাচ্ছে। খেলাধুলার প্রতি শিক্ষার্থী ও অভিভাবকরা আগ্রহ হারাচ্ছেন। অথচ বুদ্ধির বিকাশে লেখাপড়ার পাশাপাশি ভূমিকা রাখে খেলাধুলা। এছাড়া খেলাধুলা শিশুর সৃজনশীলতা ও কল্পনা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।

তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরীর আখালিয়া নতুন বাজারস্থ সিলেট উদয়ন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের দেশের স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা যেভাবে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে, তাতে আমাদের সামনে একটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ জাতি অপেক্ষা করছে। শিক্ষার্থীরা এখন মাঠে যেতে চায় না। তারা এখন স্ক্রিনেই সময় কাটায় বেশি, যা কোনোভাবেই কাম্য নয়। তাই এ বিষয়ে অভিভাবকসহ সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। তিনি এ অঞ্চলের শিক্ষার্থীদের অগ্রযাত্রায় উদয়ন স্কুল ব্যাপক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


সিলেট উদয়ন স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্ট্যাটিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক মো. আল হাবিব মামুন ও সহকারী শিক্ষিকা জেসমিন জাহানের যৌথ পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্র মুনতাকিম আল হাসান।


বক্তব্য রাখেন উদয়ন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য লুৎফুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা কাওছার খানম প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিহাদুল ইসলাম ভূইয়া ও সহকারী শিক্ষিকা আফসানা বেগম মিমির যৌথ সঞ্চালনায় দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
error: Content is protected !!