গোবিন্দগঞ্জে `লালপুলের মুখ` যেন জুয়া ও মাদকের স্পটবেইজ | তদন্ত রিপোর্ট

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নযথাযোগ্য মর্যাদায় পালিত হলো নাচোলের রাণী ইলা মিত্রের জন্মশত বার্ষিকী এইচএসসি ও সমমানের ফলাফল উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের দুই নেতার শুভেচ্ছা ও প্রেরণার বার্তা “তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বড়াইগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ মহাসমাবেশ” নোঙর সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান এর ৫৯ তম জন্মদিন পালন করলো উত্তরণ পাবনা  বড়াইগ্রামে জামায়াতে ইসলামী’র বিশাল জনসভা শুক্রবার — জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রস্তুত প্রশাসন পুঠিয়ার শিলমারিয়ায় সনাতনী ও অন্যান্য সম্প্রদায়ের নারীদের সঙ্গে মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস সিলেটে আ.লীগ নেতা বালু আপ্তাব পুলিশের জালে বাগমারা গণিপুরে অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে ৩১ দফা গণমিছিল ও লিফলেট বিতরণ নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, থমথমে পরিস্থিতি এলাকায়।
গোবিন্দগঞ্জে `লালপুলের মুখ` যেন জুয়া ও মাদকের স্পটবেইজ

গোবিন্দগঞ্জে `লালপুলের মুখ` যেন জুয়া ও মাদকের স্পটবেইজ

Manual2 Ad Code

ফকির হাসান, ক্রাইম রিপোর্টার: সুনামগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তর উপজেলা হিসেবে আখ্যায়িত ছাতক সেই অতীতকাল থেকেই। সেই ছাতক উপজেলার গুরুত্বপূর্ণ একটি আবাসিক ও বানিজ্যিক এলাকা হচ্ছে গোবিন্দগঞ্জ।

 

সাম্প্রতিক সময়ে গোবিন্দগঞ্জ পয়েন্টের পূর্ব পাড় ছৈলা আফজলাবাদ ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ডের “লালপুলের মুখ” যেন মাদকের একটি স্পটবেইজ হিসেবে রূপ নিয়েছে এবং মাদকের সাথে দেদারসে চলছে জুয়াসহ ওপেন গাঁজার আসর।

Manual5 Ad Code

 

এ নিয়ে চরম হতাশা ও দুশ্চিন্তায় ভুগছেন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের অভিবাবকসহ ওই এলাকার সচেতন মহল। প্রকাশ্যে হাতের নাগালেই যেহারে সেখানে মিলছে মাদক এতে করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা মাদকে ঝুঁকার আশংকাও করছেন অভিভাবকরা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন প্রতিবেদককে বলেন, সংঘবদ্ধ একটি চক্র লাল পুলের মুখে জমজমাট জুয়া ও মাদকের হাট বসিয়ে দীর্ঘ দিন থেকে তা পরিচালনা করে আসলেও আইন শৃংখলা বাহীনি মাঝে মধ্যে লোক দেখানো অভিযান করেন।

 

Manual7 Ad Code

এতে অদৃশ্য কারণে জুয়াড়ী কিংবা মাদক বিক্রেতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে শুনেছি আমাদের ছাতক থানায় ভালো একজন ওসি এসেছেন। উনাকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এসব বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে উনার প্রতি আশু হস্তে কামনা করছি আমরা।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

বিগত সময়ে এলাকাবাসী কয়েকবার উদ্যোগ নিলেও প্রতিরোধের বাস্তবায়ন ঘটাতে পারেননি। সেই সাথে আশেপাশের স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রীরা প্রতিদিন যাতায়াতে জুয়াড়ী আর মাদক ব্যবসায়ী ধারা লাঞ্চনা-বঞ্চনার শিকার হতে হচ্ছে তাদের। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code
error: Content is protected !!