আব্দুল্লাহ আল মোমিন
পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ, বিকাল ১৬:১০ ঘটিকায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ দল সফল অভিযান পরিচালনা করেন।
অভিযানটি পরিচালিত হয় ঈশ্বরদী থানাধীন আরামবাড়িয়া বাজারস্থ মাজারের পশ্চিম পাশে। এ সময় ১২০ (একশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ নিম্নোক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়ঃ
গ্রেফতারকৃত আসামীঃ
১. মোঃ অনিক মন্ডল (২০)
পিতা: মোঃ বাবু মন্ডল
ঠিকানা: সাং-আরামবাড়িয়া শেখের চর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ — “মাদক নয়, জীবন হোক আলোর পথে” এই শ্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
Leave a Reply