আবদুল্লাহ আল-মামুন
তারিখ: ৫ আগস্ট ২০২৫, স্থান: চকরিয়া, কক্সবাজার চকরিয়া: ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার—চকরিয়া উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিজয় মিছিল, যা এলাকাবাসীর মতে সাম্প্রতিক সময়ের স্মরণকালের সর্ববৃহৎ রাজনৈতিক সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে।
বিকাল ৪টার পরপরই চকরিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন, পৌর শহরের প্রতিটি ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিলমুখী হতে থাকে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।
মিছিলটি চকরিয়া পৌর শহরের বাস টার্মিনাল থেকে আরম্ভ করে মূল সড়ক প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ মোড় নিউ জনতা শপিং সেন্টারে এসে নেতৃবৃন্দদের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে শেষ হয়। পুরো পথজুড়ে ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পক্ষে স্লোগানে শ্লোগানে মুখরিত ছিল ।
নেতৃত্বে ছিলেন: আলহাজ্ব এনামুল হক, আহ্বায়ক, চকরিয়া উপজেলা বিএনপি, প্রধান অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীমা আরা সপ্না ।
সাবেক ও বর্তমান ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ,
অঙ্গসংগঠনের সভাপতি, সম্পাদক ও সক্রিয় কর্মীবৃন্দ ।
আলহাজ্ব এনামুল হকের বক্তব্যে তিনি বলেন:
>এই বিজয় মিছিল প্রমাণ করে, চকরিয়ার জনগণ বিএনপির প্রতি এখনও দৃঢ়ভাবে আস্থাশীল । এই মিছিল বিগত আওয়ামী ফেশিস্ট সরকারের দমন-পীড়নের জবাব, এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের শক্তির বিজয়-এর পাশাপাশি চকরিয়াবাসি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভালোবাসাকে ধারণ করে এবং এই চকরিয়া আপসহীন নেত্রী খালেদা জিয়ার চকরিয়া, এই চকরিয়া তারুণ্যের প্রতিক তারেক রহমানের চকরিয়া, এই চকরিয়া কক্সবাজার জেলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের চকরিয়া ।
তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্বকারী বিএনপি আগামী দিনগুলোতে আন্দোলন ও নির্বাচন—দু’ক্ষেত্রেই শক্তিশালী ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন: বিগত অবৈধ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে ।বিরোধী দল ও মতকে দমন করতেই গুম, খুন ও মামলা-হামলার আশ্রয় নিয়েছিল।
বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনই আগামী দিনের সুশাসনের পথ দেখাবে।
সতর্ক অবস্থানে ছিল প্রশাসন: এত বৃহৎ জমায়েত সামাল দিতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে থাকলেও পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল । কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের মতামত: মিছিল শেষে চকরিয়া শহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বলেন, এমন ব্যাপক জনসমাগম গত প্রায় দু দশক ধরে দেখা যায়নি। শান্তিপূর্ণভাবে হাজার হাজার মানুষের অংশগ্রহণ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে ।
উপসংহার: চকরিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এই বিজয় মিছিল শুধু একটি কর্মসূচি নয়—এটি জনসম্পৃক্ততা, রাজনৈতিক সচেতনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
Leave a Reply