মোঃ আমজাদ হোসেন
চিরিরবন্দর, দিনাজপুর, ২ আগস্ট ২০২৫: চিরিরবন্দর উপজেলা বিএনপিতে অন্তঃকোন্দলের জেরে আজ (০২/০৮/২৫) একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা নিয়ে আলোচনা ও সদস্য ফরম নবায়ন কার্যক্রম চালানোর সময় আলহাজ্ব আখতারুজ্জামান মিয়ার অনুসারীদের বিরুদ্ধে দলীয় ব্যানার ও ফেস্টুন ভাঙচুর এবং উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য প্রভাষক মোহাম্মদ আউয়াল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের প্রতিটি উপজেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা এবং নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য ফরম নবায়ন কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে আজ চিরিরবন্দর উপজেলা বিএনপিতে এই কার্যক্রম চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম চলাকালে আকস্মিকভাবে আলহাজ্ব আখতারুজ্জামান মিয়ার গ্রুপের কতিপয় ব্যক্তি হামলা চালায়। তাদের হামলায় দলীয় কার্যালয়ের আশেপাশে থাকা ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করা হয়। এসময় উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য প্রভাষক মোহাম্মদ আউয়াল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আহত প্রভাষক মোহাম্মদ আউয়াল ইসলাম অভিযোগ করেছেন, চিরিরবন্দর উপজেলা বিএনপিতে বিদ্যমান অভ্যন্তরীণ কোন্দলের জেরেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এই ঘটনা চিরিরবন্দর উপজেলা বিএনপিতে বিদ্যমান অন্তঃকোন্দলকে আরও প্রকট করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় উপজেলা বিএনপিতে উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply