জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের গন্ডারগড় গ্রামে সনাতন ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তির ওপর দিয়ে রাস্তা নির্মাণ ঘিরে বিরোধ চলছে। এর জেরে হামলা, ভাঙচুর, মামলা ও নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় জকিগঞ্জে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ গন্ডারগড়ের পক্ষ থেকে রাজেন্দ্র বিশ্বাস অভিযোগ করেন, দক্ষিণ গন্ডারগড়ের কয়েকটি পরিবার পূর্ব থেকে বিদ্যমান বিকল্প রাস্তা ব্যবহার না করে, এখন তার ও আশপাশের পরিবারগুলোর বসতভিটার ভেতর দিয়ে জোর করে রাস্তা তৈরি করার পাঁয়তারা করছে।
তিনি বলেন, গত ২২ মার্চ প্রতিপক্ষ বেআইনিভাবে জনতা ও ভাড়াটিয়া লোক নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এক্সেভেটর দিয়ে গাছপালা উপড়ে ফেলে, বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি করে। এতে নারী-শিশুসহ ১২-১৪ জন গুরুতর আহত হন। ঘটনার সত্যতা প্রমাণ হলে জকিগঞ্জ থানায় মামলা নং-১৫ রেকর্ড করা হয়, যা বর্তমানে বিচারাধীন।
বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন, হাফিজ আহমদ মজুমদার, মাওলানা হুসামউদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একাধিকবার মধ্যস্থতার চেষ্টা করলেও প্রতিপক্ষ বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়ে তা এড়িয়ে যাচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি দিচ্ছে, “রাস্তা না দিলে জানে মেরে ফেলা হবে।” নারী সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও অনুপস্থিতিতে অপপ্রচার চালানো হচ্ছে। জরিপে রাস্তার দাগ আছে বলে দাবি করলেও তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
সংবাদ সম্মেলনে রাজেন্দ্র বিশ্বাস বলেন,“আমরা আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। সঠিক তদন্ত হলে এবং ন্যায়সঙ্গত সমাধান এলে আমরা তা মেনে নেব। তবে আমাদের পৈত্রিক ভিটায় জোরপূর্বক রাস্তা নির্মাণের কোনো চেষ্টা বরদাশত করব না।” তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশাসন ও দেশবাসীর কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আকুল আবেদন জানান।
Leave a Reply