তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেটের জগন্নাথপুরে বিষ ঢেলে ছাত্রদল নেতার খামারের ২০ লাখ টাকার মাছ নিধন করেছে স্থানীয় ছাত্রলীগ সন্ত্রাসীরা। এ অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে। সোমবার (১৭ মার্চ) ভোররাত ৪টার, দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হচ্ছে- কলকললিয়া ইয়নিয়ন ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় খাশিলা গ্রামের আক্তার হোসেন পিতা আনর মিয়া, ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জুনাব আলী, পিতা মৃত আসক আলী, যুবলীগ কর্মী আংগুর মিয়া ওরফে কালা আঙ্গুর পিতা মৃত মজবিল ও ডাকাতি মামলার আসামী মিলিক মিয়া সহ সব ৩/৪ জন।
জানা গেছে, সিলেট মদন-মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও জগন্নাথপুর ছাত্র যুব কল্যাণ পরিষদের প্রতিষ্টাতা সভাপতি মোক্তার আহমেদ এর গ্রামের বাড়িতে পরিবারিক এগ্রো ফার্ম মাছের সমন্বিত মৎস্য খামার রয়েছে। একশ’ বিঘা জমির মধ্য ১০ টি পুকুর এ খামার এবং ৩ বিঘা জমি নিয়ে ছোট মাছের আরেকটি খামার।
এই খামারগুলোতে প্রায় ২০ লাখ টাকার মাছ চাষ করা হয়। সোমবার ভোর রাতে পাহারাদার কমলা মিয়া সেহরি খাওয়ার জন্য বাড়িতে যান। আর এ সুযোগ দুষ্কৃতিকারীরা মাছের খামারে বিষ প্রয়োগ করে। পাহারাদার ফিরে এসে ঘটনা দেখে শোরচিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। দুষ্কৃতিকারীরা এর তিনদিন পূর্বে ছাত্রদন নেতা পাবেল তালুকদার এর করা মামলায় জামিন নিয়ে এসে এই ঘটনা ঘটায় বলে অভিযোগে প্রকাশ।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত জব্দ করে। এ ঘটনায় খাশিলা গ্রামের যুবদল নেতা শাহিন আহমেদ বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
Leave a Reply