নিজস্ব প্রতিবেদক , রাজশাহী
জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একটি সুখী, সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হলে বৈষম্যমূলক ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সম্পূর্ণ অবসান ঘটাতে হবে এবং জুলাইয়ের চেতনাকে বাস্তবে রূপ দিতে হবে।
আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি জানান, গণ–অভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ একটি বিস্তৃত সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মাধ্যমে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত গড়ে উঠবে।
রাষ্ট্রপতি বলেন, “জুলাই গণ–অভ্যুত্থান ছিল বছরের পর বছর ধরে চলা দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অভ্যুত্থানে অংশ নেয়।”
রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এই অভ্যুত্থানে শহীদ সকল দেশপ্রেমিক নাগরিকদের, যাঁরা স্বৈরাচারবিরোধী লড়াইয়ে আত্মত্যাগ করেছেন। তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো যোদ্ধাদের অবদানকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন। রাষ্ট্রপতি দৃঢ়ভাবে বলেন, “শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের একটি পবিত্র দায়িত্ব, এবং এই দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি দেশের সকল মুক্তিকামী ছাত্র-জনতাকে অভিনন্দন জানান। তিনি বলেন, “বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত প্রতিরোধের ফলে ২০২৪ সালের এই দিনে একটি ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে। এই বিজয় গণতন্ত্রের পথে একটি নতুন সূচনা।”
Leave a Reply