ডিপজল বাহিনী লুটেপুটে খাচ্ছে সুরমার বালু-মাটি! | তদন্ত রিপোর্ট

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
এইচএসসি ও সমমানের ফলাফল উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের দুই নেতার শুভেচ্ছা ও প্রেরণার বার্তা “তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বড়াইগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ মহাসমাবেশ” নোঙর সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান এর ৫৯ তম জন্মদিন পালন করলো উত্তরণ পাবনা  বড়াইগ্রামে জামায়াতে ইসলামী’র বিশাল জনসভা শুক্রবার — জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রস্তুত প্রশাসন পুঠিয়ার শিলমারিয়ায় সনাতনী ও অন্যান্য সম্প্রদায়ের নারীদের সঙ্গে মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস সিলেটে আ.লীগ নেতা বালু আপ্তাব পুলিশের জালে বাগমারা গণিপুরে অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে ৩১ দফা গণমিছিল ও লিফলেট বিতরণ নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, থমথমে পরিস্থিতি এলাকায়। সিলেট নগরীর আম্বরখানায় যুক্তরাজ্য প্রবাসীর দোকান কোঠা আত্মসাতে ১ জন গ্রেফতার
ডিপজল বাহিনী লুটেপুটে খাচ্ছে সুরমার বালু-মাটি!

ডিপজল বাহিনী লুটেপুটে খাচ্ছে সুরমার বালু-মাটি!

Manual1 Ad Code

তদন্ত রিপোর্ট: সুরমা নদীর বালু -মাটি লুটেপুটে খাচ্ছে বিএনপির ডিপজল বাহিনী। গত ১০ আগস্ট থেকে তারা রাতদিন নিষিদ্ধ সাকশান ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে উত্তোলন করছে সুরমা নদীর বালু ও মাটি। অবৈধভাবে বালুমাটি উত্তোলন ও বিক্রি করে কামাই করছে হাজার হাজার কোটি টাকা। ডিপজলের লোকজন ইতোমধ্যে প্রায় ১ কোটি ঘনফুট বালুমাটি লোপাট করে নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিলেটের জেলা প্রশাসক কার্যালয় থেকে কোনো প্রকার ইজারা ছাড়াই এ খনিজ সম্পদ লুটপাট করছে বলে অভিযোগ রয়েছে।

Manual4 Ad Code

কানাইঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডিপজলের মূল নাম মিজানুর রহমান। এলাকায় তিনি ডিপজল মিজান নামে বহুল পরিচিত। তিনি কানাইঘাট উপজেলার বড়বন্দ গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র। তার বর্তমান বাসা সিলেট নগরীর আখালিয়ায়।

Manual4 Ad Code

কানাইঘাট উপজেলার নন্দিরাই গ্রামের ভুয়া স্থায়ী ঠিকানা দিয়ে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় থেকে “মেসার্স মিজান এন্টারপ্রাইজ” নামে একটি লাইসেন্স নিয়েছেন মিজান। লাইসেন্স নিলেও জেলা প্রশাসক কার্যালয়ের কোনো ইজারা ছাড়াই মিজানুর রহমান ডিপজল তার দলবল নিয়ে সম্পূর্ণ খাবলে খাচ্ছেন প্রমত্তা সুরমা নদী।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা গোলাপনগর থেকে শুরু করে কানাইঘাট উপজেলার বড়দেশ পর্যন্ত দীর্ঘ আয়তনের সুরমা নদীতে মরণ ছোঁবল মিজানুর রহমান ডিপজল ও তার লাঠিয়াল বাহিনীর।

Manual6 Ad Code

ইজারাবিহীন ও বিধিবহির্ভুত বালু উত্তোলনের ফলে সুরমার দু’পারে ভয়াবহ নদীভাঙ্গনের সৃষ্টি হয়েছে। নদীগর্ভে বিলীন হওয়ার পথে মানুষের ঘরবাড়ি, কৃষিজমি, মসজিদ মাদ্রাসা স্কুল-সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। এমনকি ঝুকির মুখে পানিউন্নয়ন বোর্ড পাউবো’র বন্যা নিয়ন্ত্রন বাঁধও।

সুরমা তীরের বাসিন্দারা তাদের এবং সরকারী ও বেসরকাি সহায় সম্পদ রক্ষায় সুরমা নদী থেকে অবিলম্বে বালুমাটি উত্তোলন বন্ধে সিলেটের নবাগত জেলা প্রশাসক সহ উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

সুরমা নদী থেকে বালুমাটি উত্তোলনের কথা স্বীজার করে মিজানুর রহমান ডিপজল সাংবাদিকদের বলেন- এখনো পূরামাত্রায় শুরু করিনি, দু’একদিনের মধ্যে পুরোদমে বালু উত্তোলন শুরু করবেন বলে জানান তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code
error: Content is protected !!