তদন্ত রিপোর্ট ডেস্ক: সিলেট মহানগরীর তেররতন এলাকায় আখড়া গলি নামক স্থান। রাস্তায় যাচ্ছে তিন-চারজনের ছোট ছোট দল। বেশির ভাগই ১৩ থেকে ১৭ বছরের কিশোর তবে বেশিরভাগ কিশোর কলনীর বাসিন্দা। এসব কিশোরের মধ্যে কেউ কেউ একলা দীর্ঘ সরু রাস্তার এমাথা-ওমাথা হাঁটছে। তাদের চোখ বারবার আছড়ে পড়ছে হাতের মোবাইল ফোনে। আর দেখে নিচ্ছে চারপাশ।
কয়েকজন কিশোর আবার রাস্তার পাশে ওত পেতে আছে আঁধারে। সেখান থেকে এক কিশোর-কণ্ঠ বলে উঠল, ‘ভাই, লাগেনি ? অখনউ আনিয়া দিমু।’ কথায় উর্দু টান। পাশ ফিরতেই মোটরসাইকেল নিয়ে সে কাছে ছুটে এলো। হাসি কিছুটা থামিয়ে আবার বলল, কোনটা লাগবে যা-ই লাগব, আনিয়া দিমু।’
কাগজে মোড়ানো প্যাকেটে গাঁজা বিক্রি হয়। গাঁজার ছোট প্যাকেট ৫০ টাকা, বড় প্যাকেট ১০০ টাকায় বিক্রি হয়। এই এলাকায় ‘গুটি’ পাওয়া যায়। ‘গুটি’ মানে ইয়াবা। ২৫০ থেকে ৩০০ টাকায় একটি ‘গুটি’।
এই ছেলেটির মতো ৪ থেকে ৫ জন কিশোর তেররতনসহ আশেপাশের এলাকায় এই ‘গুটি’ ( ইয়াবা ) আর ‘গাজা বিক্রি করে।সাথে তাদের আরেক ব্যবসা রয়েছে দাদন ব্যবসা মানে (সুদে) টাকা লাগানো। এ ধরনের কাজে তাদের পরিবারের উৎসাহ-সমর্থন রয়েছে বলে জানা যায় ।
জানা গেছে, একজন কিশোরের নাম তানভীর আহমদ, ও ওপর কিশোরের নাম সামিদ আহমদ ওরফে পেটলা সামিদ ,যদিও তাদের নুন আনতে পানতা খুড়াতো সেই সামিদ ও তানভীরের রয়েছে পৃথক পৃথক মোটরসাইকেল। ইয়াবা বিক্রি করে প্রতিদিন কমপক্ষে ১০ হাজার টাকা আয় করে থাকে এই কিশোররা। এসব কিশোরের প্রতি রয়েছে এলাকার ‘মুরব্বিদেরও আদর ও ভালোবাসা’।
নাম প্রকাশে অনিচ্ছুক তেররতন কলোনির এক যুবক বলেন, ‘কিশোরদের ভালোবাসা তো থাকবোই। এই মুরব্বিরাই তো গাঁজা-ইয়াবার ব্যবসার ভাগ নিয়ে থাকেন।
তেররতন এলাকার মাদক ব্যবসায়ীদের নাম জানতে চাইলে ওই যুবক বলেন, তানভীর আহমদ ও সামিদ আহমদ তেররতন এলাকাসহ বিভিন্ন এলাকা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। সাথে তাদের সুদে টাকা লাগানো ব্যবসা, তবে তাদের মাদক ব্যবসার সঙ্গে সহযোগীও কয়েকজন ব্যক্তি রয়েছেন।
তাছাড়া গাজা ও ইয়াবার হটস্পট হিসেবে পরিচিত সিলেট শহরের তেররতন এলাকার আখরা গলি এলাকা। এখানে ইয়াবা ও গাজা ব্যবসায়ী কিশোর তানভীর ও তার সদস্যরা তেররতন এলাকায় নানা কৌশল প্রয়োগ করে চালাচ্ছে মাদকের ব্যবসা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাহপরান (রহঃ) থানা পুলিশের শিথিল মনোভাবের কারণে এলাকাটিতে প্রকাশ্যে ও অবাধে চলছে অবৈধ মাদকদ্রব্য বিক্রি।সম্প্রতি তেররতন বাজার এলাকার বিতরে আখরা গলি এলাকায় গিয়ে দেখা গেছে, গাজা ও ইয়াবা বিক্রির জন্য ক্রেতাদের অপেক্ষা করছেন তানভীর ও তার লোকজন। আর রিকশাচালক থেকে দিনমজুর মাদকসেবিরা কাছে কিনছেন গাজা ও ইয়াবা।
জানা গেছে, আখরা গলি,বিলেরপার, এইচ ব্লকের ১,২,৩, নং রোডের শেষ মাথায় তানভীরের নিয়জিত ইয়াবা ব্যবসায়ীরা গোপনে অবৈধ গাজা ও ইয়াবা বিক্রি করে আসছে।
তাদের সুদের খপ্পরে পড়ে অনেক সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সর্বস্বান্ত হলেও বিষয়টি যেন দেখার কেউ নেই। আর দীর্ঘদিন ধরে এই দাদন ব্যবসা চলতে থাকায় বিষয়টি যেন সবার গা সওয়া হয়ে গেছে। বিষয়টি নিয়ে কেউ কোনো গুরুত্ব না দেওয়ায় দিন দিন বেড়েই চলেছে দাদন ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ী তানভীরের দৌরাত্ম্য।
Leave a Reply