নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের ইফতার মাহফিল ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ মো. আব্দুল মুকিত এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্র থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হাজী সুরমান আলী।
ভিডিও কনফারেন্সে ঢাকা থেকে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জুমায়েল ইসলাম জুমেল এবং উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শহিদ রেজা’র যৌথ পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব মো. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, সিনিয়র সদস্য আলী আকবর রাজন, সদস্য রুকন মিয়া, সদস্য মো. নিজাম উদ্দিন, জেলা শ্রমিকদল নেতা মইনুল ইসলাম অপু চৌধুরী, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী বি-১৮৮৬ সিলেট ও সুনামগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বাচ্চু, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের উপদেষ্টা মো. রুনু মিয়া, মো. কাওসার আহমদ।
ইফতার মাহফিলপূর্ব সভায় বক্তারা বলেন, স্বৈরশাসনের অবসানের পর দেশের মানুষ গণতান্ত্রিক পবিবেশে ফিরে যেতে উন্মুখ হয়ে আছেন। তারা তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতায় দেখতে চায়। তাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
বক্তারা আরো বলেন, জাতীয়তাবাদী শ্রমিকদল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা কাজ করে যাচ্ছে। বক্তারা শ্রমিকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোন আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহবান জানান। ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক হাজী সুরমান আলীর রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিকদলের সদস্য শানুর আহমদ, শ্রমিকদল নেতা রাসেল আহমদ, জেলা শ্রমিকদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলাছ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সহ সভাপতি আলতাফ হোসেন মখন, সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ ও যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, উপজেলা শ্রমিকদল নেতা ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক তুরু আহমদ, শাহপরান থানার সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মোগলাবাবাজার থানা শ্রমিকদলের সভাপতি মো. আশিক মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সেজু মিয়া, দক্ষিণ সুরমা থানা শ্রমিকদলের সভাপতি শাহ দুলাল আহমদ, সাধারণ সম্পাদক পাপ্পু আহমদ, দক্ষিণ সুরমা থানা শ্রমিকদল নেতা মো. জলিল উদ্দিন, সিলাম ইউনিয়ন সভাপতি তাজিদুর রহমান তাজুল, জালালপুর ইউনিয়ন সভাপতি হাব্বান মিয়া, সাধারণ সম্পাদক আলী মিয়া, মোগলাবাজার ইউনিয়নের সহ-সভাপতি শাহ খালেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, লালাবাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, তেতলী ইউনিয়নের সভাপতি আজমল আলী, মোল্লারগাঁও ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, দাঊদপুর ইউনিয়নের সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক আফজল আহমদ প্রমুখ।
Leave a Reply