সাখাওয়াহাসান বিজয় দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে রাতে শিশুটির জন্ম হয়।
তবে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সেখানে শিশুটি ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে
সুমাইয়া রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকা গোলাম আযমের স্ত্রী।
শিশুটি হয়তো জমজ ছিল।কিন্তু কোনো কারণে মাতৃগর্ভে সঠিকভাবে শারীরিক বিকাশ না হওয়ায় একটি শরীরের সঙ্গে অন্য শরীর জোড়া যায়।অনেক সময় এটি হয়ে থাকে।আর সেই কারণেই শিশুটি জোড়া অবস্থায় গর্ভে বড় হয়েছে এবং জন্ম নিয়েছে।এক বছর আগে সুমাইয়া এই দম্পতির পারিবারিকভাবে বিয়ে হয়। এটি ছিলো তাদের প্রথম সন্তান। সন্তান পেটে আসার পর থেকে মা সুমাইয়া নিয়মিত চিকিৎসকের কাছে চিকিৎসা করেন। আল্ট্রাসনো করেছেনকয়েকবার তখনো তারা জানতেন না তার গর্ভে দুই মাথাওয়ালা শিশু রয়েছে।
এ ধরনের ঘটনা খুবই বিরল। বর্তমানে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার প্রাণ রক্ষায় চিকিৎসা চলছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ নম্বর ওয়ার্ডে দুই মাথা এক কন্যা শিশুর জন্ম দেখতে এসেছে রাজশাহী বিভিন্ন এলাকা থেকে এমন সস্তান এর আগে নিজ চোখে দেখা হয়নি বলে জানান তারা শিশুটিকে যন্ত সহকারে দেখছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।
Leave a Reply