নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনেস্তা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটের ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গত সোমবার (১০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শাখোয়াত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল হোসেন এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খলিল সাফওয়ান, মশাহিদুল ইসলাম মাহী, সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিম, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম চৌধুরী, সহ সভাপতি নওস্বাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি সালমান আহমদ, যুগ্ম সম্পাদক জাবির হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান পাঠান, বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আব্দুল বাসির রনি, মাজেদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী নারীদের উপর যেভাবে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বেড়েছে তা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার কারণে এসব সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে সরে যাক।
Leave a Reply