নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কে এম মারজান খান তুষার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টাইমলাইনে ঘুরছে দূর্গা পূঁজার শুভেচ্ছাবার্তা । এ ব্যাপারে কে এম মারজান বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। আমাদের নাসিরনগর একটি সম্প্রীতির জনপদ। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমি আশা করি, এবারের পূজাও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।”
উল্লেখ্য, মারজান খান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরনগর সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ইতোমধ্যে স্থানীয় জনগণের মধ্যে আলোচনায় এসেছেন।
তার দেওয়া এই শুভেচ্ছাবার্তা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে। পূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণকেও গুরুত্ব দিয়েছেন তিনি।
Leave a Reply