পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের নান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সনাতনী ও অন্যান্য সম্প্রদায়ের নারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা হাবীবা।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা হাবীবা বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ নেই, এখানে যারা বসবাস করেন তারা সবাই এ দেশের নাগরিক। নাগরিক হিসেবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান—সবার সমান অধিকার রয়েছে।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচিতে নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, চিকিৎসার সুযোগসহ ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিত নারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাজশাহী জেলার সদস্য সচিব ও কৃষকদলের সদস্য মৃণাল গোম্বামী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন ফ্রন্ট পুঠিয়া উপজেলা শাখার তাপস কুমার দাস।
অনুষ্ঠান শেষে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply