আওয়াল কবির পাবনা:
পাবনায় পুরোনো বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে পাবনা এডওয়ার্ড কলেজ মোড়ের পৌরমার্কেট এলাকায় “পাবনা সোসাইটি” নামে নবগঠিত সামাজিক সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক উন্নয়ন ও নাগরিক সেবায় অংশগ্রহণের প্রত্যয়ে গঠিত “পাবনা সোসাইটি”-এর সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান আরিফ। সংগঠনটি স্থানীয় ব্যবসায়ী, উচ্ছেদকৃত দোকান মালিক, এলাকাবাসী, যুবসমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে কাজ করবে বলে আয়োজকরা জানান।
সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক কর্মী ও কয়েক হাজার স্থানীয় নাগরিক।
এ সময় দীর্ঘদিনের নিস্ক্রিয় ও অভিমানী পুরোনো বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান জানান এবং শিমুল বিশ্বাসের নেতৃত্বে নতুনভাবে সক্রিয় হওয়ার প্রতিশ্রুতি দেন।
আলোচনায় বক্তারা বলেন, “পাবনার পৌরমার্কেট নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে ব্যবসায়ীদের পুনর্বাসন, রাস্তাঘাট সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” তারা এসব বিষয়ে এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের হস্তক্ষেপ কামনা করেন এবং উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় বক্তারা আরও দাবি করেন, বিএনপি এখন আর বিভক্ত নয়; ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাবনার বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়েছে।
আলোচনা শেষে সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করে পাবনা সোসাইটি। অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন সভাপতি আরিফুর ইসলাম আরিফ, তিনি বলেন আমাদের এই প্রচেষ্টায় সকলের সহযোগিতা কামনা করছি।
আজকের প্রধান অতিথি পাবনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী এবি ট্রাস্টের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেনঃ আমি ইতিমধ্যে পৌর প্রশাসক ও ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এই মার্কেট ও রাস্তা দ্রুত সংস্কার সম্পন্ন করতে ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে জিতলে কর্মসংস্থান বৃদ্ধি সহ আপনাদের সকল সমস্যা সমাধানে আমি আন্তরিকতার সহিত পাশে থাকবো।
স্থানীয় রাজনৈতিক মহলে এ সভাকে আসন্ন নির্বাচনের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। অনেকেই বলছেন, এটি বিএনপির পুরোনো কাঠামো পুনরুজ্জীবনের একটি ইতিবাচক পদক্ষেপ।
Leave a Reply