প্রকাশনা বন্ধে মুমিন আনসারীকে নিষেধাজ্ঞা | তদন্ত রিপোর্ট

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নযথাযোগ্য মর্যাদায় পালিত হলো নাচোলের রাণী ইলা মিত্রের জন্মশত বার্ষিকী এইচএসসি ও সমমানের ফলাফল উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের দুই নেতার শুভেচ্ছা ও প্রেরণার বার্তা “তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বড়াইগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ মহাসমাবেশ” নোঙর সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান এর ৫৯ তম জন্মদিন পালন করলো উত্তরণ পাবনা  বড়াইগ্রামে জামায়াতে ইসলামী’র বিশাল জনসভা শুক্রবার — জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রস্তুত প্রশাসন পুঠিয়ার শিলমারিয়ায় সনাতনী ও অন্যান্য সম্প্রদায়ের নারীদের সঙ্গে মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস সিলেটে আ.লীগ নেতা বালু আপ্তাব পুলিশের জালে বাগমারা গণিপুরে অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে ৩১ দফা গণমিছিল ও লিফলেট বিতরণ নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, থমথমে পরিস্থিতি এলাকায়।
প্রকাশনা বন্ধে মুমিন আনসারীকে নিষেধাজ্ঞা

প্রকাশনা বন্ধে মুমিন আনসারীকে নিষেধাজ্ঞা

Manual7 Ad Code

বিজ্ঞপ্তি: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট, রেজি নং- ডিএ ৪২০/৯২ বেআইনিভাবে পত্রিকা ছাপানো বন্ধ করা সহ এ পত্রিকা সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম বন্ধ করতে কথিত ভারপ্রাপ্ত সম্পাদক দাবিদার এম.এ মুমিন আনসারীকে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন পত্রিকার মূল ভারপ্রাপ্ত সম্পাদক ফকির মোহাম্মদ হাসান।

Manual3 Ad Code

ফকির মোহাম্মদ হাসানের পক্ষে অদ্য সোমবার (০৯ ডিসেম্বর) ২০২৪ ইং তারিখে এম.এ মুমিন আনসারীকে তার ঠিকানা অনুযায়ী সিলেট জজ কোর্টের এডভোকেট ইয়াছমিন বেগম এ নোটিশ প্রদান করেন।

লিগ্যাল নোটিশ সুত্রে জানা গেছে- ফকির মোহাম্মদ হাসানের পিতা জীবিত থাকাকালীন সময়ে তিনি তদন্ত রিপোর্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে তার পিতা বিগত ২০/০৫/২০২৪ ইং তারিখে মৃত্যুবরণ করায় তিনি পিতার উত্তরাধিকারী সুত্র এই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব প্রাপ্ত হোন।

Manual4 Ad Code

তিনি দায়িত্ব প্রাপ্ত থাকাকালীন সময়ে এম.এ মুমিন আনসারী এ পত্রিকার দায়-দায়িত্ব নিতে ইচ্ছে পোষন করলে একপর্যায়ে তিনি তার প্রস্তাবে রাজি হয়ে বিগত ১২/০৯/২০২৪ ইং তারিখে ৩০০/- (তিন শত) টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে একখানা হস্তান্তর নামা সম্পাদন করার পর এম.এ মুমিন আনসারী তার সঙ্গে অসৌজন্যমূলক এবং অসংগতিপূর্ণ আচরণ করার পরিপ্রেক্ষিতে তিনি এম.এ মুমিন আনসারীকে পত্রিকা ছাপানো বন্ধ করা সহ পত্রিকার সকল কার্যক্রম বন্ধ করতে নিষেধ করেন।

কিন্তু তিনি কিছু দিন পর বিশস্ত সুত্রে জানতে পারেন তার অনুমতি ব্যতিত বেআইনীভাবে সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার প্রকাশনাসহ প্রতিনিধি নিয়োগ এর নামে মফস্বল পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করিতেছেন এম.এ মুমিন আনসারী।

গতকাল সোমবার (০৯ ডিসেম্বর) ২০২৪ ইং তারিখ হইতে বেআইনিভাবে পত্রিকার প্রকাশনা ও প্রতিনিধি নিয়োগের নামে প্রতিনিধি বাণিজ্যসহ পত্রিকা সংশ্লিষ্ট সমূহ কার্যক্রম হইতে বিরত থাকার জন্য এম.এ মুমিন আনসারীকে নিষেধ প্রদান করেন। নতুবা কথিত ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়দাতা এম.এ মুমিন আনসারীর বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হবেন ভারপ্রাপ্ত সম্পাদক ফকির হাসান।

এ বিষয়ে সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফকির হাসান বলেন- আমি মফস্বল পর্যায়ের সাংবাদিক বন্ধুগণের নিকট বিনীত আহ্বান জানাচ্ছি যে এম.এ মুমিন আনসারী আজ থেকে এই পত্রিকার কেউ নয়, এমনকি তার দ্ধারা পত্রিকা সংশ্লিষ্ট বিষয়ে কেউ কোন প্রতারণার শিকার হলে তার দায়বদ্ধতা আমি নিবো না।

Manual5 Ad Code

এ ছাড়াও যতদন্ত রিপোর্ট পত্রিকার প্রকাশনা বন্ধে মুমিন আনসারীকে নিষেধাজ্ঞাদি কেউ পত্রিকা সংশ্লিষ্ট কোন বিষয়ে যোগাযোগ করতে আগ্রহী হোন তাহলে অনুগ্রহ করে সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে আমার মনোনীত মোঃ রায়হান হোসেন, উনার ব্যবহৃত মোবাইল ০১৭১৯-১৯৪৪৯৩ নাম্বারে যোগাযোগ করার জন্য সকলের নিকট অনুরোধ জানাচ্ছি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code
error: Content is protected !!