সিলেটের একটি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনে শনিবার (১৪ ডিসেম্বর) “নিজেকে উপজেলা ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়ে বুঙ্গার লাইন চালাচ্ছেন হাসান” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাসান আহমেদ।
আমাদের অফিসে পাঠানো এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন- আমি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। মূলত বর্তমান ছাত্রদলের আহবায়ক অ্যাডভোকেট সাহেদ আহমদ তিনিও সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে হেওপ্রতিপন্ন করতে সিলেটের সাংবাদিক ভাইদের নিকট আমার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপন করে অহেতুক সংবাদ প্রকাশ করাচ্ছেন, যা আদৌও সত্য কিংবা সঠিক নয়।
তিনি আরোও বলেন- প্রকাশিত সংবাদের গর্বে বলা হয়েছে যে আমি চোরাকারবারীদের লাইনম্যান হয়ে কাজ করছি তা মোটেও সঠিক কিংবা সত্য নয়। আর যে সাংবাদিক ভাইরা হাজার পাঁচশত টাকার বিনিময়ে সরজমিন তদন্ত ছাড়াই আমার বিরুদ্ধে এরকম মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করেছেন, আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ করে বলছি আপনারা সরজমিন তদন্তে আসুন। যদি এসব বিষয়ে আমার সম্পৃক্ততা পান তাহলে আপনারা যে সাজা বা শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নিব নতুবা দয়া করে ভবিষ্যতে এরকম মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপন করে কারো বিরুদ্ধে অহেতুক মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি।
সর্বশেষে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে উপজেলা ছাত্রদলের আহবায়ক অ্যাডভোকেট সাহেদ আহমদের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করতে কেউ যে এতোটা নিচে নামতে পারে তার জলন্ত প্রমাণ অ্যাডভোকেট সাহেদ। দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে মিছিলে বলে তিনি জানান।—(বিজ্ঞপ্তি)
Leave a Reply