আব্দুল্লাহ আল মোমিন
প্রেসক্লাব পাবনার নেতৃবৃন্দের সাথে শফিক গ্রুপের চেয়ারম্যানের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাব পাবনা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শফিক গ্রুপের চেয়ারম্যানের আলহাজ্ব শফিকুল ইসলাম খান।
এ সময় প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব ও সেক্রেটারি রফিকুল আলম রঞ্জু তাকে শুভেচ্ছা জানান। সেই সাথে পাবনা উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পাশে থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, দপ্তর সম্পাদক হুমায়ুন রাশেদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নুরুন্নবী, কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য মো. সিয়াম, মনির হোসেন ও চ্যানেল টোয়েন্টি ওয়ানের জেলা প্রতিনিধি সালমান রানা ও দৈনিক সংগ্রামের আটঘরিয়া প্রতিনিধি মিনারুল ইসলাম প্রমুখ।
Leave a Reply