বিশেষ প্রতিনিধি, তদন্ত রিপোর্ট
বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। এখানকার মানুষের জীবন ও জীবিকা সরাসরি কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের মাঠ-ঘাটে কৃষকের ঘাম ঝরা শ্রমের দৃশ্য যে কারও মনে এক অনন্য সৌন্দর্যের জন্ম দেয়। বিশেষ করে ধান রোপণের মৌসুমে দেশের গ্রামীণ প্রান্তরে যে চিত্র দেখা যায়, তা প্রকৃতির এক অপূর্ব রূপকল্প।
ধানের চারাগুলোকে কোমল হাতে রোপণ করছেন কৃষাণী, কেউ আবার কোমর পানিতে নেমে জমি সমান করছেন। ঘামে ভেজা শরীর, রোদে পুড়ে যাওয়া মুখমণ্ডল—তবুও তাদের চোখে-মুখে ভরপুর স্বপ্ন। সেই স্বপ্নের নাম ফসল তোলা, পরিবারকে ভালোভাবে বাঁচিয়ে রাখা। কৃষকের শ্রমের প্রতিটি ফোঁটা ঘামই যেন এ দেশের মাটির উর্বরতার সঙ্গে মিশে যায়।
বাংলাদেশের মানুষ খেটে খাওয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে জীবিকার তাগিদে। কেউ জমিতে কাজ করে, কেউ গরু-মহিষের যত্ন নেয়, আবার কেউ বাজারে পণ্য বিক্রি করে সংসার চালায়। গ্রামের কাঁচা রাস্তা, সবুজ শস্যক্ষেত আর নদীর কলকল ধ্বনি মিলিয়ে এক অমলিন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি তৈরি করে।
বিশেষজ্ঞদের মতে, কৃষক শুধু খাদ্য উৎপাদন করে না, বরং দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবেও কাজ করে। তাদের শ্রম ও ত্যাগের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। অথচ এই খেটে খাওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়—কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো আবার ন্যায্যমূল্যের অভাব।
তবুও কৃষক থেমে থাকে না। প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়ে তারা আবার নতুন আশার বীজ বপন করে। বাংলাদেশের ধান রোপণের মৌসুম তাই শুধু কৃষিকাজ নয়, এটি যেন এক উৎসব—শ্রম, আশা ও মাটির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের উৎসব।
বাংলার মাটির এই অকৃত্রিম দৃশ্য শুধু খাদ্যের জোগান নয়, বরং গ্রামীণ জীবনের অবিনাশী সৌন্দর্যের প্রতীক।
Leave a Reply