বাগমারায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা | সাপ্তাহিক তদন্ত রিপোর্ট

রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
জনাব মোঃ রফিকুল ইসলাম – নিয়ামতপুরের কৃষকদের আপনজন ইউএনও’র স্বাক্ষর জালিয়াতি, পদ হারালেন জামায়াত নেতা। হাজার টাকায় পোর্টাল, সাংবাদিকতা ছাড়াই সম্পাদক: কার্ড ব্যবসায় ছেয়ে গেছে অনলাইন গণমাধ্যম সামান্য খরচে ফেসবুক বুস্ট করে রাতারাতি ‘সম্পাদক’, বাড়ছে অপসাংবাদিকতার ঝুঁকি সাবেক এমপি মমতাজ বেগমের সুস্থতা কামনায় এলডিপির দোয়া মাহফিল অনুষ্ঠিত নতুন করে স্নায়ুযুদ্ধের ছায়া: রাশিয়া-যুক্তরাষ্ট্রের সাবমেরিন প্রতিযোগিতা বাগমারায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা তজুমদ্দিনে নিখোঁজের ৪ দিন পর জখম চিহ্নিত লা,শ উ,দ্ধা,র হ,ত্যা,র অভিযোগ বনপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বাংলা মদ সহ আটক ১ বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে,ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে
বাগমারায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা

বাগমারায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা

রাজশাহী বিশেষ ,প্রতিনিধি:

অধ্যাপক মোঃ কামাল হোসেন বললেন— “মানুষের সুখ-দুঃখে পাশে থেকে রাজনীতি করতে চাই”

রাজশাহী জেলার বাগমারা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্তা-ঘাট ও অবকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এক বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জুলাই ২০২৩) বিকেল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় এক সুধী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ কামাল হোসেন।

মানুষের কল্যাণে নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তব্যে অধ্যাপক কামাল হোসেন বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বাগমারা উপজেলার সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে রাজনীতি করতে চাই। বিপদ-আপদে সর্বক্ষণ মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের অবকাঠামো উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অধ্যাপক কামাল হোসেন দীর্ঘদিন ধরে বাগমারা উপজেলায় একজন জনপ্রিয় ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এলাকার যে কোনো প্রয়োজনে তিনি দ্রুত সাড়া দেন এবং মানুষের পাশে দাঁড়ান। দুঃস্থদের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান রাখা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন। স্থানীয়রা জানান, বিপদে-আপদে যে কোনো সময় তার কাছে গেলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।

এলাকাবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীক কর্মসূচিতে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, অধ্যাপক কামাল হোসেন সব সময় মানুষের পাশে থেকে কাজ করেন। তার আন্তরিকতা, সততা ও সহানুভূতিশীল আচরণ তাঁকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। এলাকার উন্নয়নে তার দৃষ্টি ও পরিকল্পনা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

সমাবেশে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সকলেই অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাগমারায় বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এই র‍্যালি ও আলোচনা সভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এলাকাবাসীর ঐক্য, দাবি এবং উন্নয়নের প্রত্যাশার প্রতিফলন হয়ে উঠেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
error: Content is protected !!