তদন্ত রিপোর্ট: সিলেটের জাফলং চা-বাগান ধ্বংস করে দিচ্ছে বিএনপি নামধারী বালু-পাথর খেকো সিন্ডিকেট। এ সিন্ডিকেট নিজেদেরকে অঘোষিত সরকার দল বলে পরিচয় দিয়ে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে চলেছে। ফলে স্থানীয় প্রশাসন গোয়াইনঘাট উপজেলার সব এলাকায় অভিযান পরিচালনা করলেও প্রশাসনের চোখে পড়ছে না জাফলং চা বাগান। ফলে বাগানটি নদীগর্ভে মিশে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।
জাফলং চা বাগানটি পূর্বজাফলং ও মধ্যজাফলং দুই ইউনিয়নের নদীর পাড় ঘেঁষে অবস্থিত। বিএনপি নামের পাথর ও বালুখকোদের তান্ডবে এলাকার এই চা বাগান, সুপারি বাগান, বাড়িঘর, স্কুল, মসজিদ ও মাদ্রাসা চরম হুমকির মুখে।
এলাকাবাসীর অভিযোগ, বিএনপি নেতা ইস্টালিং, কামাল মেম্বার এবং জাহিদ এর নেতৃত্বে কামরুল ও খাইরুল সিন্ডিকেট দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এবং রাতের আঁধারে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন ও বিক্রি করে প্রত্যহ লাখ লাখ টাকা কামাই করে চলেছে। অজ্ঞাত কারণে এ বিধ্বংসী তান্ডব দেখেও না দেখান ভান করছে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।
এই খেকো সিন্ডিকেটের ধ্বংসলীলা থেকে দেশের বৃহত্তর পর্যটন স্পট জাফলং বাগান রক্ষায় স্থানীয়রা সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
Leave a Reply