ভূয়া দলিল লেখক রাশেদুজ্জামানের খুটির জোর কোথায়? | তদন্ত রিপোর্ট

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নযথাযোগ্য মর্যাদায় পালিত হলো নাচোলের রাণী ইলা মিত্রের জন্মশত বার্ষিকী এইচএসসি ও সমমানের ফলাফল উপলক্ষে রাজশাহী-৪ (বাগমারা) আসনের দুই নেতার শুভেচ্ছা ও প্রেরণার বার্তা “তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বড়াইগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ মহাসমাবেশ” নোঙর সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান এর ৫৯ তম জন্মদিন পালন করলো উত্তরণ পাবনা  বড়াইগ্রামে জামায়াতে ইসলামী’র বিশাল জনসভা শুক্রবার — জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রস্তুত প্রশাসন পুঠিয়ার শিলমারিয়ায় সনাতনী ও অন্যান্য সম্প্রদায়ের নারীদের সঙ্গে মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস সিলেটে আ.লীগ নেতা বালু আপ্তাব পুলিশের জালে বাগমারা গণিপুরে অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে ৩১ দফা গণমিছিল ও লিফলেট বিতরণ নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, থমথমে পরিস্থিতি এলাকায়।
ভূয়া দলিল লেখক রাশেদুজ্জামানের খুটির জোর কোথায়?

ভূয়া দলিল লেখক রাশেদুজ্জামানের খুটির জোর কোথায়?

Manual3 Ad Code

তদন্ত রিপোর্ট ডেস্ক: পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৎকালীন সভাপতি ডেভিল রাশেদ খান মেনন। তারই সুপারিশে ২০১৩ সালে জাল সার্টিফিকেট দিয়ে দলিল লেখক এর সনদ হাসিল করেন সিলেটের রাশেদুজ্জান রাশেদ। যা বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের ডায়রী নং১৩৮৪৫ তারিখ-২৫.১১.২০১৩।

Manual8 Ad Code

তখন আবদনে তিনি নিজেকে সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসে দুইজন দলিল লেখকের দীর্ঘদিনের সহকারী দাবি করেন। আবদনের সাথে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সনদের কপিও সংযুক্ত করে দেন। সনদ প্রাপ্তির পরপরই তৎকালীন শাসকদলীয় দলিল লেখক হিসেবে পুরো সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিস একহাত করে নেন তিনি। সর্বত্র বহুল আলোচিত হয়ে ওঠা এই দলিল লেখক রাশেদুজ্জানের বাড়ি সিলেট জেলার গোলাপগন্জ উপজেলার হেতিমগঞ্জ কতোয়ালপুর উত্তরপাড়ায়। তিনি ওই পাড়ার মৃত সবুর মিয়ার পুত্র।

Manual6 Ad Code

রাশেদুজ্জামান রাশেদের বিরুদ্ধে বড় অভিযোগ তিনি এসএসসি পাশের জাল সনদে দলিল লেখকের সনদ হাসিল করেছেন,যা সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসের সনদ নং-৩১৭। নিবন্ধনকালে তিনি শিক্ষাগত যোগ্যতার যে সনদ দাখিল করেছিলেন সেটি ছিল দি সিলেট এইডেড হাই স্কুলের ২০০৬ সালের সনদ। অথচ ২০০৬ সালে এইডেড হাইস্কুল থেকে যে ২২৯ জন এসএসসি পাশ করেছিলেন তাদের তালিকায় রাশেদুজ্জামান রাশেদ নামের কেউই ছিলেন না।

Manual4 Ad Code

পতিত সরকারের শাসনামলে ভুয়া দলিল লেখক রাশেদুজ্জামান সরকার দলের প্রভাব খাটিয়ে সিলেট সদরের সকল সাবরেজিস্ট্রার ও তার অধীনস্তদের
নানা ভয় ভীতি দেখিয়ে অবৈধ দলিল সম্পাদন,ভূমির খতিয়ান ও শ্রেণি পরিবর্তনের মাধ্যমে দলিল সম্পাদন করিয়ে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাকি, এমনকি সরকারি সম্পত্তি এবং চা বাগানের ভূমিও ব্যক্তির নামে দলিল করিয়ে দিতে সক্ষম হন।
এক কথায় সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্চারী, নকল নবীশ ও ডিড রাইটারদের সম্পূর্ণ জিম্মি করে রেখেছিলেন তিনি। তার কোনো অপকর্মের প্রতিবাদ করার সাহস ছিল না কারোর।

কিন্তু গত ৫ আগস্ট পটপরিবর্তন ও ফ্যাসিস্ট সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। তার অপরাধ অপকর্মের প্রতিবাদে সরব হয়ে ওঠেন সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখকসহ কর্মকর্তা কর্মচারীরা। তারা অবিলম্বে দলিল লেখক রাশেদুজ্জামানের বহিস্কার ও তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করতে শুরু করেন।

কিন্তু তা সত্বেও অজ্ঞাত কারণে ভূয়া দলিল লেখক রাশেদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন তারা। তাই সবার একই প্রশ্ন, ভূয়া দলিল লেখক রাশেদুজ্জামান রাশেদের খুটির জোর কোথায়?

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code
error: Content is protected !!