মুহাম্মদ নুরুল আমিন (প্রতিনিধি) লোহাগাডা
একজন মাদ্রাসার ছাত্রকে মুক্তি পনের জন্য অপহরণ করে। তাদেরকে মুক্তিপন সহ আটক করেছেন লোহাগাড়া থানার পুলিশ। অপহরন
কারী যুবকেরা হলেন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গারাংগিয়া রঙ্গিপাড়ার মোহাম্মদ সেলিমের পুত্র
সাজ্জাদ হোসেন (২০)অন্যজনও একই এলাকার ওসমানগণির পুত্র শাহিদুল ইসলাম।
অপহত মাদ্রাসা ছাত্র জিয়াউল ইসলাম সাজ্জাদ
(১৮)ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ জসীমউদ্দীনের পুত্র।বন্দর নগরীর চট্টগ্রাম মুরাদপুর এলাকায় তাদের বাসা। তার পিতা জসীমউদ্দীন কক্সবাজার সিএমএম আদালতে
আইনজীবী হিসেবে কাজ করেন।
সেই সুবিধার্থে সাজ্জাদ কক্সবাজার একটি মাদ্রাসায় পড়ালেখা করেন গত ১২ই সেপ্টেম্বর
রাতে একটি বাসযোগে চট্টগ্রামের মুরাদপুরের
বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন একেই বাসে থাকা দুইজন অপহরণকারী সাজ্জাদকে ফলো করে বাস যখন অপহরণকারীর গন্তব্য স্থান
সাতকানিয়া উপজেলায় পৌঁছালে অপহরণকারীরা বলেন চলেন এখানে নেমে যাই
আমরা আপনাকে ট্রেনে চাপিয়ে দিব ট্রেনে যেতে আনন্দ লাগবে একথা বলে তাকে নামিয়ে নিয়ে যায়। সাজ্জাদকে হ্যালো পাথারি হাটিয়া
নিয়ে যায়। লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ঢুকিয়ে আটকা রেখে পুরো
রাত ওখানে কাটায়। সকাল হওয়ার পর অপহরণ হওয়া সাজ্জাদের পিতার মোবাইলে
ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে
শেষমেষ ১৩সেপ্টেম্বর রোজ শনিবার অসহায় পিতা কোন উপায় না দেখে অপহরণকারী কে
১৮ হাজার টাকা বিকাশে পাঠায় অপহরণকারীর হাতে যখন টাকা পৌঁছায় একজন টাকা উঠানোর জন্য সেনের হাট বাজারে যায় আরেকজন অপ্হত সাজ্জাদকে পাহারা দে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অপহরণকারীদের মুক্তিপনের
টাকা সহ পুলিশের হাতে সোপর্দ করেন
Leave a Reply