মোঃ দোয়েল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি,
রাজশাহীর বাগমারা উপজেলার ৬ নং শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেন্দি পাড়া প্রাইমারি স্কুল মাঠে বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারার গণমানুষের নেতা, ভালোবাসার আস্থার প্রতীক ও বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। তিনি এ সময় বলেন, “৩১ দফা বাস্তবায়নই হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সালাম পারভেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি ইসলাম হোসেন।
এ ছাড়াও উঠান বৈঠকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানান এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞা করেন।
সভা শেষে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বাগমারার প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এমন উঠান বৈঠক অনুষ্ঠিত হবে, যাতে সাধারণ মানুষ বিএনপির ঘোষিত দফাগুলো সম্পর্কে সচেতন হতে পারেন এবং পরিবর্তনের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।
Leave a Reply