রোমারি কুড়িগ্রাম প্রতিনিধ
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১,১০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
মঙ্গলবার (৯ অক্টোবর ২০২৫) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইউসুফ আলী, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৪নং রৌমারী সদর ইউনিয়নের রৌমারী বাজারে গরুহাট মোড় সংলগ্ন মাহিন ক্লথ স্টোরের সামনে থেকে মোঃ সায়েদ আলী (৬৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। তার বাড়ি চর বামনের চর গ্রামে। তার পিতার নাম মৃত রহিজ উদ্দিন।
আটকের সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১,১০০ টাকা জব্দ করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে মালামাল হেফাজতে নেওয়া হয়। পরে তাকে থানায় এনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এছাড়া অভিযানে মাষ্টার পাড়া গ্রামের মোঃ সেতু ইসলামের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে মোঃ হবিবর রহমান হবি (পিতা-মৃত বাসের আলী, সাং-সুখেরবাতী) নামের আরও একজন মাদক কারবারিকেও আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”
Leave a Reply