সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী থানাধীন ভুন্দুর চর এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর তিন খুন মামলার অন্যতম পলাতক আসামি মোঃ মাইদুল ইসলাম (১০ নম্বর আসামি) কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এবং ১৫ নম্বর আসামি মোঃ রাসেলকে গাজীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারী কর্মকর্তা উভয় আসামিকে সঙ্গে নিয়ে রৌমারী থানায় এসে হাজির হন। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ভুন্দুর চরের এই নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। মামলার অগ্রগতি ও একের পর এক আসামি গ্রেফতারের মধ্য দিয়ে জনমনে কিছুটা স্বস্তি ফিরছে।
রৌমারী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এই নিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নামে তিন খুনের মামলা রয়েছে তাদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply