তদন্ত রিপোর্ট: সিলেটের সুরমা নদী ধ্বংসকারী প্রবীণ আওয়ামী নেতা আপ্তাব উদ্দিন ওরফে ড্রেজার আপ্তাব ওরফে কার্পেট আপ্তাব ওরফে বালু আপ্তাবকে (৬৫) অবশেষে পুলিশের জালে।
গতকাল বুধবার (১৫ অক্টোবর) প্রথম প্রহর গভীর রাত ২টায় এসএমপির দক্ষিণ ইসলামপুর মেজরটিলার ফালগুনী ৪৯ নং বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আফতাব উদ্দিন ওই বাসার মৃত রস্তুম আলীর পুত্র।
জুলাই আন্দোলনে সশস্ত্র হামলার দায়ে সিলেট জেলা যুবদলের যগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ সিরাজের ঘনিষ্টজন আপ্তাবের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে অর্থায়নেরও বিস্তর অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করলে আদালত জামিন না মন্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন। বর্তমানে তিনি সিলেট মেট্রো কারাগারে রয়েছেন।
আফতাব উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘ দেড়দশক ধরে সুরমা নদী লুটেপুটে খাওয়ার বিস্তর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ব্যাবস্থা নিতে এলাকাবাসী সিলেটের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও ডিআইজি বরাবরে বারবার স্মারকলিপি প্রদান করে আসছিলেন।
সুরমা নদী থেকে বেআইনী ও বেপরোয়া বালু উত্তোলন, বিক্রয় ও বিপননের কারণে তিনি ড্রেজার আফতাব, কার্পেট আফতাব ও বালু আফতাব নামে বহুল পরিচিত ও মিডিয়ার বহুল আলোচিত হয়ে উঠেছিলেন।
এদিকে সিলেটের বহুল আলোচিত আওয়ামী ডেভিল মোঃআফতাবউদ্দিন ওরফে আফতাব মিয়া ওরফে ড্রেজার আফতাবকে পৃথক আরেকটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
জুলাই আন্দোলনে ককটেলে বিস্ফোরণ ও আন্দদোলনরত শিক্ষার্থীদের গুরুতর জখম করার অভিযোগে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ে করা হয়। ২০২৪ সালের ১৪ অক্টোবর এ মামলা দায়ের করা হয়। যা’ সিলেট কোতোয়ালি মডেল থানার মামলা নং ৩৬(১০) ২৪, জিআর,৪৭৫/২৪। এ মামলার আফতাব মিয়া এজাহারনামীয় ১৮ নং আসামী বলে জানিয়েছে পুলিশ।
গত বুধবার (১৫ অক্টোবর) কোতোয়ালি থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে গ্রেফতারপত্র প্রেরন করেন।
আলোচিত ড্রেজার আফতাব সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলার দক্ষিন ইসলামপুর ফাল্গুনী আবাসিক এলাকার মৃত রস্তুম আলীর পু্ত্র। তার বিরুদ্ধে সুরমা নদী বেআইনী ভাবে ধ্বংস করার বিস্তর অভিযোগ রয়েছে।
Leave a Reply