তদন্ত রিপোর্ট ডেস্ক: ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অভিযানে সিলেটের আন্ত:জেলা মোবাইল টাওয়ারের ব্যাটারি চোরচক্রের সর্দারসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (০৮ মে) মধ্যরাতে অভিযানে আন্ত:জেলা চোরচক্রের সর্দারসহ দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সিলেটের জকিগঞ্জ ও বিশ্বনাথ থানা এলাকায় পৃথক দুই অভিযান চালিয়ে ব্যাটারি চুরির মামলার এ দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোররা হলেন- শাহপরান থানার দলইপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে বাশির মিয়া (৩৯) ও জকিগঞ্জ থানার মালিগ্রাম (শাহ জালালপুর) গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাকির হোসেন (৩৯)-কে গ্রেফতার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান খান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, জকিগঞ্জ ও বিশ্বনাথ থেকে গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত দস্যু (আন্তজেলা চোরচক্রের সর্দার) মামলার আসামি। গ্রেফতারকৃত ২ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply