রুহুল ইসলাম মিঠু, সিলেট জেলা প্রতিনিধি :
সিলেট মহানগরী থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে এসএমপি পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, কোতোয়ালী থানার রায়নগর রাজবাড়ী বসুন্ধরা ৩৭/৯ ঠিকানার আব্দুল লতিফের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৪০), কাজিটুলা ব্লক-বি’র ৬নং বাসার মৃত আব্দুর রহিমের ছেলে সুমন আহমদ (৩৪), এয়ারপোর্ট থানার চৌকিদেখী খোকন মিয়ার বাসার নূরুল ইসলামের ছেলে খোকন মিয়া (২৫), চৌকিদেখী ১নং গলির ৩২/১নং বাসার হেলাল মিয়ার ছেলে রাজু আহমদ (২৬), মজুমদারী ৮৭/২নং বাসার মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২৬) ও শাহপরাণ (র.) থানার উত্তর বালুচরের শামছুল আলমের ছেলে মোঃ রুমন আহমদ (৩০)।
সাইফুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান মসজিদ গলির ভিতর জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রীও জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা প্রেরক
রুহুল ইসলাম মিঠু
সিলেট জেলা প্রতিনিধি
০১৭১৮ ৩২০৯৫৫
তাং- ১৮-০৯-২৫ইং
Leave a Reply