এমরান হোসেন রিটন
৫ গণ-অভ্যুত্থানের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জনের ১ বছর পূর্তি ও গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলার একমাত্র শহীদ শাহ আলমের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে ।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে
শহীদ শাহ আলম এর কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের।
এ সময় উপস্থিত ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবু ইউসুফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৌর আহবায়ক মোহাম্মদ ইউনুছ, পৌর সদস্য সচিব রিয়াজুল ইসলাম প্রমুখ।
জানা যায়, শহীদ শাহ আলম হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের পূর্বপাড়া মোহাম্মদ রেনু মিয়ার ছেলে। সে একজন গার্মেন্টস কর্মী ছিলেন তার বয়স হয়েছিল (৩৫)।
নিহত শাহ আলম ১৮ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ভর্তি থাকা অবস্থায় ১৩ আগষ্ট মারা যান। তিনি বাবা মা স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
Leave a Reply