৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে: কাইয়ুম চৌধুরী | তদন্ত রিপোর্ট

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় হাত বাড়ালেই মিলছে মাদক, পুলিশের উদাসীনতার অভিযোগ ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সাঁথিয়ায় ভেলাবাইচ বাতিল নিয়ে উত্তেজনা: দুই গ্রামে সংঘর্ষ, আহত অন্তত ২৫ জ্ঞানমূলক কিছু কথা বললেন সাংবাদিক দোয়েল । মেন্দি পাড়া হাই স্কুল মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক, নেতৃত্বে অধ্যাপক কামাল হোসেন পুরোনো বিএনপি নেতাকর্মীদের সমন্বয়ে শিমুল বিশ্বাসকে ঘিরে নির্বাচনী আলোচনা“পাবনা সোসাইটি”-এর উদ্যোগে ঐক্যবদ্ধ রাজনীতির অঙ্গীকার পাবনা ফরিদপুর ও সাঁথিয়ার যৌথ অভিযানে ৪০ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস পাবনা বিটিসিএল অফিসে অনিয়ম–অবহেলা চাহিদা নেই দাবি করলেও কোটি টাকার সরকারি ব্যয়; সেবায় ভোগান্তি, পুনর্গঠনের দাবি
৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে: কাইয়ুম চৌধুরী

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে: কাইয়ুম চৌধুরী

কাইয়ুম চৌধুরী

Manual5 Ad Code

তদন্ত রিপোর্ট প্রতিবেদক: সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাই রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি। বিএনপি রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের জন্য অঙ্গীকারবদ্ধ। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে, মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হবে এবং নাগরিকদের জীবনে স্বস্তি ফিরে আসবে।


তিনি বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও তাদের দেশীয় দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

Manual5 Ad Code


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গহরপুরের মোরারবাজারে ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন’ শীর্ষক বিশাল জনসভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code


আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। তৃণমূলই বিএনপির মূল শক্তি। ওয়ান-ইলেভেন সরকার এবং শেখ হাসিনা হাজারো চেষ্টা চালিয়েও বিএনপির ক্ষতি করতে পারেনি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রয়েছে। আগামীতেও এই ঐক্য অটুট থাকবে।


বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল আলমের সভাপতিত্বে এবং বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক তোফায়েল সুহেলের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, উপদেষ্টা শাহ কামাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয় ও সহ-কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক মিয়া মুহাম্মদ জামিল।

Manual5 Ad Code


এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে শেখ সুহেল আহমদ বকুল, আজমল আলী মাসুক, আব্দুল বাছিত, নজরুল ইসলাম, পাবেল রহমান, নাহিদ হোসেন, রিফল আহমদ, আমিরুল ইসলাম রুবেল, খলিলুর রহমান নানু, শাহ অলীদ, জুয়েল আহমদ, মোহাম্মদ আব্ব্বাস, হাজী মনহর খান, আব্দুল জলীল, রাহেদ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান আজাদ, জাকির হোসেন, সুমীম আহমদ, নোমান আহমদ লস্কর, ফুজায়েল আহমদ সাজু, সাবের আহমদ, মাসুক মিয়া, আরিফ মিয়া, মাসুক আহমেদ, আমির হোসেন সোহান, রেবাব আহমদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo

Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code
error: Content is protected !!