সিলেট বিবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষয়িত্রী শিলা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ২৬ জুলাই শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিলেটের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব অব. অধ্যাপক বিজিত কুমার দে, অব. প্রধান শিক্ষক বিরাজ মাধব চক্রবর্তী মানস, অব. অধ্যক্ষ নিবাস দে, অব. উপাধ্যক্ষ সুষেন্দ্র কুমার পাল, অব. অধ্যাপক প্রশান্ত কুমার সাহা ও এডভোকেট পি.কে. চৌধুরী’র আশু রোগমুক্তি কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে সমবেত প্রার্থনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিবেকের প্রধান সমন্বয়ক সিলেটের বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি সিলেট শিক্ষা বোর্ডের অব. পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, ব্যবসায়ী সুব্রত দেব, অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সহ সাধারণ সম্পাদক পৃথ্বিশ কান্তি ঘোষ, কোষাধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র চন্দ, সহ কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য সমাজসেবী রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ, ব্যবসায়ী স্বপন পাল চৌধুরী, শাবিপ্রবি কর্মকর্তা অসিত কুমার সূত্রধর, রোটারিয়ান পীযুষ কান্তি পুরকায়স্থ প্রমুখ।
কার্যনির্বাহী সদস্য স্বপন পাল চৌধুরীর ছোট মেয়ে অদিতি পাল চৌধুরী এবং অসিত কুমার সূত্রধরের ২য় পুত্র স্বপ্নীল সূত্রধর গোল্ডেন এ প্লাস পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানানো হয়। এছাড়াও সিলেট বিবেক পরিবারের যে সকল সম্মানীত সদস্যবৃন্দের সন্তানেরা গোল্ডেন এ প্লাস পেয়েছে তাদেরকে সাধারণ সম্পাদক বরাবরে নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তাদেরকে অভিনন্দিত করা হবে।
Leave a Reply