চট্টগ্রামের তরুণ সাইবার যোদ্ধা আব্দুল্লাহ সাইফ | সাপ্তাহিক তদন্ত রিপোর্ট

শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
জামালপুর ব্যাটালিয়নের(৩৫) মালামাল আটক করা প্রসঙ্গে। শিশুদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি: পটুয়াখালীতে কর্মশালা অনুষ্ঠিত…. বাগমারায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সাংগঠনিক সভা অনুষ্ঠিত প্রধান অতিথি অধ্যাপক মোঃ কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি বোরহানউদ্দিন থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত” পুলিশ সুপার ভোলা মহোদয়ের লালমোহন সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন” আওয়ামীলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে পাবনায় মানববন্ধন  ভূমি সেবায় বোরহানউদ্দিন বাসীর হৃদয় জয় করে বিদায় নিলেন এসিল্যান্ড মেহেদী হাসান এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসকে আবার জেল গেট থেকে গ্রেফতার করায় ‘বিএমইউজে’র নিন্দা-প্রতিবাদ। চট্টগ্রামের তরুণ সাইবার যোদ্ধা আব্দুল্লাহ সাইফ “তামাবিলে শুল্ক স্টেশনের নিলামে ত্রিমুখী লড়াই”
চট্টগ্রামের তরুণ সাইবার যোদ্ধা আব্দুল্লাহ সাইফ

চট্টগ্রামের তরুণ সাইবার যোদ্ধা আব্দুল্লাহ সাইফ

আব্দুল্লাহ আল মোমিন 

গ্রাম থেকে উঠে এসে ডিজিটাল নিরাপত্তায় আলোকবর্তিকা হয়ে উঠেছেন ২১ বছরের এক তরুণ।

আমাদের চারপাশ আজ প্রযুক্তিনির্ভর। জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয় এখন অনলাইনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আর এই ডিজিটাল নির্ভরতার ভিড়ে অদৃশ্য এক ভয়—সাইবার অপরাধ—ক্রমেই বাড়ছে। ঠিক সেই জায়গাতেই ভরসার নাম হয়ে উঠেছেন চট্টগ্রামের তরুণ প্রতিভা আব্দুল্লাহ সাইফ।

মাত্র ২১ বছর বয়সেই সাইফ এমন কিছু কাজ করে দেখিয়েছেন, যা প্রমাণ করে বয়স নয়,মেধা, দক্ষতা আর নিষ্ঠাই সাফল্যের আসল হাতিয়ার।

ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি টান

শৈশবেই কম্পিউটার ও ইন্টারনেটের প্রতি ছিল তার দুর্নিবার আগ্রহ। অন্যরা যেখানে গেম খেলে সময় কাটাতো, সেখানে সাইফ খুঁজতেন সমস্যার সমাধান। ধীরে ধীরে মানুষের সোশ্যাল মিডিয়া নিরাপত্তা, হ্যাকিং প্রতিরোধ ও অনলাইন প্রতারণা ঠেকানো,এসব বিষয়ের প্রতি তীব্র আকর্ষণ তৈরি হয় তার মধ্যে।

সিনিয়র এডমিন পদে এক তরুণ

বর্তমানে তিনি কওমী সাইবার এক্সপার্ট টিমের সিনিয়র এডমিন। এরই মধ্যে দেশের খ্যাতনামা আলেম-ওলামা, জনপ্রিয় ইউটিউবার, সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষের অসংখ্য সাইবার জটিলতার সমাধান দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি হ্যাকিং, একাউন্ট রিকভারি, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা,এসব ক্ষেত্রে তার নিরলস কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গ্রামের ছেলেও পারে

নিজের যাত্রা প্রসঙ্গে সাইফ বলেন।

আমি একজন গ্রামের ছেলে। অনেকে ভাবে গ্রাম থেকে বড় কিছু করা কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি, ইচ্ছাশক্তি থাকলে গ্রাম থেকেও অনেক দূর যাওয়া সম্ভব। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করতে গিয়ে আমি সেই প্রমাণটাই দিতে চাই।

ভবিষ্যতের স্বপ্ন

তার লক্ষ্য, দেশের প্রতিটি মানুষকে সাইবার সচেতন করা।

সাইফের ভাষায়

সাইবার অপরাধ এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানুষ সচেতন নয় বলেই বারবার ক্ষতির শিকার হচ্ছে। আমি চাই, সবাইকে এই বিষয়ে সচেতন করতে। যেন প্রত্যেকে নিজের সাইবার নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে পারে।

শুধু সাইবার নিরাপত্তা নয়, সামাজিক উদ্যোগও

সাইফ ও তার টিম শুধু সাইবার সমস্যার সমাধানেই থেমে নেই। তারা কাজ করছেন অনলাইনে অশ্লীলতা দমন, সচেতনতা বৃদ্ধি এবং দুর্বল ব্যবহারকারীদের সঠিক পথে নির্দেশনা দেওয়ার জন্য।

অনুপ্রেরণার নাম সাইফ

২১ বছরের এক তরুণ, যিনি গ্রামের মাটিতেই বেড়ে উঠেছেন, আর আজকে অসংখ্য মানুষের জীবনে ফিরিয়ে দিচ্ছেন ডিজিটাল সুরক্ষা তিনি নিঃসন্দেহে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
error: Content is protected !!