এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসকে আবার জেল গেট থেকে গ্রেফতার করায় 'বিএমইউজে'র নিন্দা-প্রতিবাদ। | সাপ্তাহিক তদন্ত রিপোর্ট

শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
জামালপুর ব্যাটালিয়নের(৩৫) মালামাল আটক করা প্রসঙ্গে। শিশুদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি: পটুয়াখালীতে কর্মশালা অনুষ্ঠিত…. বাগমারায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সাংগঠনিক সভা অনুষ্ঠিত প্রধান অতিথি অধ্যাপক মোঃ কামাল হোসেন সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি বোরহানউদ্দিন থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত” পুলিশ সুপার ভোলা মহোদয়ের লালমোহন সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন” আওয়ামীলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে পাবনায় মানববন্ধন  ভূমি সেবায় বোরহানউদ্দিন বাসীর হৃদয় জয় করে বিদায় নিলেন এসিল্যান্ড মেহেদী হাসান এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসকে আবার জেল গেট থেকে গ্রেফতার করায় ‘বিএমইউজে’র নিন্দা-প্রতিবাদ। চট্টগ্রামের তরুণ সাইবার যোদ্ধা আব্দুল্লাহ সাইফ “তামাবিলে শুল্ক স্টেশনের নিলামে ত্রিমুখী লড়াই”
এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসকে আবার জেল গেট থেকে গ্রেফতার করায় ‘বিএমইউজে’র নিন্দা-প্রতিবাদ।

এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসকে আবার জেল গেট থেকে গ্রেফতার করায় ‘বিএমইউজে’র নিন্দা-প্রতিবাদ।

আব্দুল্লাহ আল মোমিন 

তিন মামলায় জামিন নিয়ে বের হওয়ার সাথে সাথে জেল গেট থেকে আবার এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক মোবারক বিশ্বাসকে সম্পুর্ণ অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। সন্দেহ মুলুকভাবে গ্রেফতার করে তাকে পরে মামলায় জড়িত করা হয়েছে। এভাবে পুলিশ তাকে তিনটি মামলায় জড়িত করেছে। অপর একটি মামলার যিনি বাদী তাকে মোবারক বিশ্বাস চেনেন না। এই মামলাটিও মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য মুলক। মোবারকের শত্রু পক্ষ তাকে ঘায়েল করার উদ্দেশ্যে মামলাটি দায়ের করেছে।

আদালত তিনটি মামলায় জামিন দেয়ার পর জেল গেট থেকে বের হওয়ার সাথে সাথে পুনরায় এটিএন বাংলার মতো একটি টেলিভিশন মিডিয়ার পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেফতার করে পাবনা ডিবি পুলিশ।

বিনাদোষে এবং অন্যায়ভাবে গ্রেফতার এবং মামলায় জড়িয়ে জেল হাজতে আটক রেখে একজন মানুষের জীবনকে বিপন্ন করা কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কাজ নয়। অথচ পাবনার পুলিশ প্রশাসন সেই কাজটি করেছেন বিনা দ্বিধায়। পুলিশের ভূমিকা দেখে মনে হয় তারা আক্রোশমুলক ভাবে অথবা মোবারক বিশ্বাসের শত্রু পক্ষকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছেন। যা গোটা পুলিশ প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করেছে।

একজন পুলিশ সুপার একটি জেলার আইন শৃংখলা নিয়ন্ত্রণে মুখ্য ভুমিকা পালন করেন। তার দক্ষতা,অভিজ্ঞতা,বিচক্ষনতা, ন্যায়পরায়ন দায়িত্বশীলতার উপর জেলার শান্তি-শৃংখলা নির্ভর করে। হঠকারি সিদ্ধান্ত নেয়ার কোনরকম সুযোগ তার নেই। এমন একজন দায়িত্বশীল মানুষের কাছে সাংবাদিক মোবারক বিশ্বাসের বিষয়ে নেয়া সিদ্ধান্ত ও মানসিকতা দেখে পাবনাবাসী তথা সারাদেশের মানুষ হতভম্ব। পুলিশের কাছে এধরনের আচরণ ও কার্যকলাপ কেউ আশা করেনা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখা এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাসের সাথে পুলিশের এধরনের আচরণের তীব্র নিন্দা জানায়। সেই সাথে মোবারক বিশ্বাসের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলা প্রত্যাহার ও তার নি:শর্ত মুক্তির দাবী জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Add



© All rights reserved © tadantareport.com
Design BY Web WORK BD
ThemesBazar-Jowfhowo
error: Content is protected !!