“ভোলা প্রতিনিধ :ইমন রহমান
অদ্য ২৮ আগস্ট ২০২৫ খ্রিঃ বিকাল ০৪:০০ ঘটিকায় সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগণের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার আয়োজনে থানা প্রাঙ্গণে পুলিশের “ওপেন হাউজ ডে” সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়।
‘ওপেন হাউজ ডে’ তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধানকল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, “আমাদের সকলের দায়িত্ব এই সমাজ ও দেশকে অপরাধ মুক্ত রাখা।”
তিনি আরও বলেন, “আপনারা আমাদেরকে নির্ভয়ে তথ্য দিয়ে সহযোগিতা করেন; এতে আমরা একটি অপরাধ মুক্ত সমাজ গড়বো। অন্যথায় অপরাধীরা আমাদেরকে আঘাত করবে। আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে এ কাজ করতে হবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব অরিত সরকার,
সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল), জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা-সহ অত্র থানার অন্যান্য অফিসার-ফোর্স, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
Leave a Reply