মোঃ আব্দুর রব, গোয়াইনঘাট: ঢাকা ইজতেমা মাঠে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাটে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত শুকবার (২০ ডিসেম্বর) বাদ জুম্মা গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মাওলানা বাহার উদ্দিন ও হাফেজ আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায় সভায উপস্থিত ছিলেন- হযরত মাওলানা আমিনুর রশিদ গোয়াইনঘাটি, হযরত মাওলানা নুর ইসলাম বৌলগামী, হযরত মাওলানা ফয়জুল করিম লামাকুটাপাড়া, হযরত মাওলানা বদরুজ্জামান সুতি, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক শায়খুল হাদিস লেঙ্গুড়া মাদ্রাসা, হযরত মাওলানা মামুনুর রশীদ জাতুগ্রাম মাদ্রাসা, হযরত মাওলানা ইব্রাহিম মোস্তফা রাধানগর মাদ্রাসা, হযরত মাওলানা গোলাম আম্বিয়া কয়েস সাবেক বাইশ চেয়ারম্যান গোয়াইনঘাট উপজেলা, মাওলানা আব্দুল মতিন, মাওলানা হাফিজ জাকির হোসেন ও মাওলানা হাফিজ আহসানুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন- দেশ ও জাতির ক্রান্তিলগ্নে যে বা যারা এই ধরনের নেক্কানজনক হামলা চালিয়ে হত্যাকান্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের কার্যক্রম এ দেশ থেকে চিরতরে বন্ধ করে দেওয়ার দাবি জানান। ফ্যাসিবাদ সরকারের পতন হলেও তার দুশোররা এখনো দেশকে অস্থিতিশীল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে। এরা শুধু দেশের শত্রু নয় বরং ইসলাম ও মুসলমানদের শত্রুও বটে।
এমন ন্যক্কারজনক সশস্ত্র হামলা কোন সময়ই ইসলাম সমর্থন করে না। সময় এসেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার। এখনই যদি তাদের লেজ কেটে না দেয়া হয় তাহলে তারা বিভিন্নভাবে ফেতনা ও ফসাদ তৈরি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত থাকবে। বিধায় প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ রায় কার্যকর করতে হবে এবং বাংলাদেশে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে।
Leave a Reply